Village Police: সুখবর! টাকা বাড়ল ভিলেজ পুলিশদের! কারা পাবেন কত বেশি? বিজ্ঞপ্তি জারি রাজ‍্য সরকারের

Last Updated:

Civic Volunteers: বছরের মাঝেই খুশির খবর ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন‍্য। চলতি বছরের বাজেটের ঘোষণা অনুযায়ী, বেতন বাড়ল রাজ‍্যের সিভিক ভলান্টিয়ারদের।

সুখবর! টাকা বাড়ল সিভিক ভলান্টিয়ারদের!
সুখবর! টাকা বাড়ল সিভিক ভলান্টিয়ারদের!
কলকাতাঃ বছরের মাঝেই খুশির খবর ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন‍্য। চলতি বছরের বাজেটের ঘোষণা অনুযায়ী, বেতন বাড়ল রাজ‍্যের সিভিক ভলান্টিয়ারদের। সোমবার, এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন।
আরও পড়ুনঃ সরকারি জমি দখলদারি রুখতে কড়া মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় ছয় দফা নির্দেশিকা
শহরে এবং গ্রামে এখন সিভিক ভলান্টিয়াররা রোদ-ঝড়-জলে কাজ করে। আর জেলা সফরে গিয়ে তা দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অবস্থার কথা ভেবে চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পাবে।
advertisement
advertisement
সেই ক্ষেত্রে তাঁদের মূল বেতনও খানিকটা বেড়ে যাবে। বাজেটে সেই কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণাই এবার বাস্তবায়িত হল। ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়িয়ে দিল রাজ্য সরকার।
আর সেই মর্মে গতকাল, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে। এই দৈনিক ভাতা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় শুরু করতে পারবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। ২০২৪ সালের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করে রাজ‍্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Village Police: সুখবর! টাকা বাড়ল ভিলেজ পুলিশদের! কারা পাবেন কত বেশি? বিজ্ঞপ্তি জারি রাজ‍্য সরকারের
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement