Civic volunteer Training: সিভিক ভলেন্টিয়ারদের আইনের পাঠ! ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Civic volunteer Training: রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এর জন্য ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ হবে।
কলকাতা: এবার আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। আইন-শৃঙ্খলার দায়িত্ব কী ভাবে সামলাতে হয়? চাকরির সময় কী রকম ভাবে শৃঙ্খলা পরায়ণ হিসাবে থাকা উচিত? কী করা উচিত ও কী করা উচিত নয়? বিভিন্ন আইনের ধারায় কী কী বলা আছে? এ সব বিষয়েই বিশদে পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের।
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এর জন্য ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ হবে। জানুয়ারি মাস থেকেই এই বিশেষ প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রাজ্যের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে, নবান্ন সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ারদের আচরণ নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ও পেশায় সিভিক ভলেন্টিয়ার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2024 11:40 AM IST










