উত্তর-পূর্বের অশান্তির আঁচ এরাজ্যেও, ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ-বিক্ষোভ

Last Updated:

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ। কোনা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

#কলকাতা: নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশের উত্তর পূর্বে অগ্নিগর্ভ পরিস্থিতি। এরাজ্যেও সেই অশান্তিরও আঁচ। নতুন আইনের প্রতিবাদে উত্তাল বিভিন্ন জেলা।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও অবরোধে ট্রেন চলাচল ব্যাহত। মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে অবরোধ। লালগোলা-কৃষ্ণনগর ট্রেন চলাচল ব্যাহত। হাড়োয়া রোড স্টেশনেও অবরোধ। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ।
রাজ্যের বিভিন্ন জায়গার মত অবরোধ বীরভূমের মুরারই স্টেশনে। অবরোধ কর্মসূচীর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। যার মধ্যে রয়েছে এমজিপি শতাব্দী এক্সপ্রেস ও রামপুরহাট বামদেব প্যাসেঞ্জার। অবরোধের ফলে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। ঘটনাস্থলে জিআরপি ও আরপিএফ থাকলেও বিক্ষোভ এখনও চলছে।
advertisement
advertisement
বেলডাঙা স্টেশনে আগুন এখনএ নেভেনি। বিভিন্ন জায়গাতেই এখনও আগুন জ্বলছে। রেলের ট্র্যাক ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ। হাওড়ার সলপে জাতীয় সড়ক অবরোধ। ৬ নং জাতীয় সড়কে অবরোধ-বিক্ষোভ। জাতীয় সড়কে অবরোধে যান চলাচল ব্যাহত। হাওড়ার সাঁকরাইলে রেল অবরোধ। আটকে বেশ কয়েকটি লোকাল ট্রেন। কোনা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।
আমডাঙা, কাঁকিনাড়া রোডে বিক্ষোভ। টায়ার ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ ৩৪ নম্বর জাতীয় সড়কে ।
advertisement
হলদিয়া-পাঁশকুড়া শাখায় কেশবপুর স্টেশনে অবরোধ তৃণমূলের।
টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ গোলাবাড়ি ও ঘোষপাড়া মোড়ে।
সুতিতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ। সুতির সাজুর মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় মানুষ।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে ওভারহেডে কলাপাতা ফেলে বিক্ষোভ লক্ষ্মীকান্তপুর-নিশ্চিন্দাপুরের মাঝে। ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধীতায় সরব পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টমমোর ও হেতাশোলের মানুষ। আজ সকাল থেকে টায়ার জ্বালিয়ে রাস্তা আবরোধ করে বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশি বাহিনী। যদিও আবরোধ তুলে নিতে নারাজ বাসিন্দারা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তর-পূর্বের অশান্তির আঁচ এরাজ্যেও, ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ-বিক্ষোভ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement