সোনা প্রতারণা মামলায় ফের ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি
Last Updated:
বিজেপি-র ঘাটালের প্রার্থী ভারতী ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি৷ সোনা প্রতারণা মামলায় মঙ্গলবার ভারতী ঘোষকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হবে৷ এর আগে দাসপুরে ভারতীর বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি৷
#কলকাতা: বিজেপি-র ঘাটালের প্রার্থী ভারতী ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি৷ সোনা প্রতারণা মামলায় মঙ্গলবার ভারতী ঘোষকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হবে৷ এর আগে দাসপুরে ভারতীর বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি৷
সিআইডি জানিয়েছে, প্রচারে ব্যস্ত থাকায় ভারতীকে জিজ্ঞাসাবাদ করা যায়নি৷ তাই তিনি নিজেই ভবানী ভবনে হাজিরার কথা জানান৷ দাসপুর থানা এলাকায় সোনা হাতানো মামলায় অন্যতম অভিযুক্ত ভারতী ঘোষ। এলাকায় নিজের প্রভাব খাটিয়ে তিনি প্রমাণ লোপাট করতে পারেন, আশঙ্কার কথা জানিয়ে, পশ্চিম মেদিনীপুর এবং রাজ্যে যাতে ভারতী ঘোষ ঢুকতে না পারেন, সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সোনা তোলাবাজি মামলায় সিআইডি যে কোন সময় জেরা করার জন্য ডাকতে পারে ঘাটালের বিজেপি প্রার্থীকে। তবে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই ভারতী ঘোষকে নোটিশ পাঠিয়ে ভবানীভবনে ডেকে পাঠায় সিআইডি।
advertisement
গত বছরের ৭ অগাস্ট গ্রেফতার করা হয় ভারতীর স্বামী এম এ ভি রাজুকে। পরে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ভারতীর স্বামী। এর আগে তোলাবাজির মামলায় ভারতীর নাকতলার ফ্ল্যাটে তল্লাশি চালান সিআইডির আধিকারিকরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2019 2:06 PM IST