CID on Mongolkot murder| mongalkote| মঙ্গলকোটে  তৃণমূল নেতা অসীম দাসের খুনের ঘটনায়  তদন্তভার হাত নিলো সিআইডি 

Last Updated:

তদন্ত কোন পথে এগোচ্ছে? কী কী নয়া তথ্য পেলো সিআইডি? খুনের মোটিভ কী? খুনের পিছনে সুপারি কিলারদের হাত রয়েছে?

#কলকাতা:  মঙ্গলকোটে তৃণমূল  নেতা অসীম  দাসের  খুনের ঘটনায় তদন্তভার নিলো সিআইডি |  গত  সোমবার ১২ জুলাই  লাখুরিয়ার তৃণমূল অঞ্চল  সভাপতি অসীম দাসের  খুন হন সিউরে মোড়ে | সেই  ঘটনারই তদন্তে নামলেন সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা|
গত ১২ জুলাই অসীম দাসকে  পয়েন্ট  ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় | হাসপাতালে  নিয়ে যাওয়া হলে মৃত   বলে জানান চিকিৎসকরা |  শুক্রবারই সিআইডি  টিম  পরিদর্শন  করে  ঘটনাস্থল| এ দিন সকালেই সিআইডি  আধিকারিকরা পৌঁছায় মঙ্গলকোট থানায় | তদন্ত কোন পথে এগোচ্ছে? কী কী নয়া তথ্য  পেলো সিআইডি? খুনের  মোটিভ কী? খুনের  পিছনে সুপারি কিলারদের হাত রয়েছে?
advertisement
সূত্রের খবর জেলা পুলিশ  ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে | ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে | ধৃতদের জেরা করে এই ঘটনায় কোনো সুপারি কিলার জড়িত কিনা তা জানার চেষ্টা করবে সিআইডি |
advertisement
পাশাপাশি, মঙ্গলকোট তৃণমূল নেতা  অসীম দাসের  খুনের ঘটনায় সিআইডি   টিম  ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করে ঘটনার পুনর্নির্মান  করবে | কীভাবে ঘটেছিলো? প্রতক্ষ্যদর্শীদের বয়ান রেকর্ড করা হবে | সিআইডি টিম মঙ্গলকোট থানায়  পৌছায় শুক্রবার  |  মঙ্গলকোটে ঘটনায় ইতিমধ্যেই  রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে |
advertisement
বিরোধীদের দাবি, ধৃতরা তৃণমূলের কর্মী |  আর পাল্টা দাবি তৃণমূলের , ধৃতরা  বিজেপি কর্মী | মৃতের পরিবারের দাবি, অসীম বালি বা কয়লা সিন্ডিকেট নিয়ে প্রতিবাদের  দরুন অকালে প্রাণ দিতে হলো |প্রসঙ্গত, সোমবার সিউর মোড়ে দিকে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা অসীম দাস | সেই সময়ই আচমকা দুষ্কৃতীরা এসে পথ আটকায় | পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ  থেকে গুলি করে | চম্পট দেয় দুষ্কৃতীরা | সেই ঘটনায় চাঞ্চল্য  ছড়ায়  | শুরু হয় রাজনৈতিক চাপানউতোর | জেলা পুলিশের তরফে গঠিত হয় সিট | এবার সেই মঙ্গলকোট তৃণমূলের নেতা  অসীম দাসের হত্যাকাণ্ডে তদন্তভার নিলো সিআইডি |  এই ঘটনায় আর কারা জড়িত  খতিয়ে দেখা হচ্ছে |
advertisement
-ARPITA HAZRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
CID on Mongolkot murder| mongalkote| মঙ্গলকোটে  তৃণমূল নেতা অসীম দাসের খুনের ঘটনায়  তদন্তভার হাত নিলো সিআইডি 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement