নির্দেশ জাল করে জামিন বন্দির, সিআইডি নজরে হাইকোর্টের জনা কয়েক কর্মচারী 

Last Updated:

হাইকোর্টের গিয়ে তদন্তের স্বার্থে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি, নির্দেশ বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চের৷

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ম আদালত থেকে খুনের সাজাপ্রাপ্ত বন্দির জামিন মামলায় এবার নজরে খাস হাইকোর্টের জনা কয়েক আইনজীবী। শুধু তাই নয়, তদন্তকারী সংস্থার সন্দেহের তালিকায় রয়েছে হাইকোর্টের কর্মচারীদের একাংশও।
হাইকোর্টের কর্মচারীদের মধ্যে জনা কয়েক এই নির্দেশনামা জাল করার সাহায্য করেছিলেন বলে সন্দেহ প্রকাশ করছে সিআইডি। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের  হাইকোর্টের কর্মচারীদের একাংশের বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছে সিআইডিকে। অর্থাৎ, তদন্তের স্বার্থে সিআইডি কর্তাদের হাইকোর্টের অন্দরে যেতে কোনও বাধা রইল না বলেই মনে করছে ভবানী ভবন।
advertisement
advertisement
শুধু তাই নয়, এই মামলায় যেহেতু হাইকোর্টের নির্দেশনামা জাল করার ক্ষেত্রে ইতিমধ্যে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে, তার সূত্র ধরেই আরও চার আইনজীবী সিআইডি নজরে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই সমস্ত আইনজীবীকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
advertisement
উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ন আদালত থেকে জামিন সাজাপ্রাপ্ত আসামীর। কান্দির ঘটনায় এফআইআর করে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছিল সিআইডি ।
উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে হাইকোর্টের নথি জাল (জামিনের নির্দেশ) করে তা কান্দি আদালতে পেশ করা হয়। সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে। পরে ওই নথি খতিয়ে দেখে বোঝা যায় ওই জামিনের নির্দেশের নথি ভুয়ো। বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে। এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই ঘটনার তদন্ত করবে সিআইডি।
advertisement
খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল লালু শেখ। তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত। এরপর হঠাৎ কান্দি আদালতে কলকাতা হাইকোর্টের নথি পেশ করে তিনি আবেদন করেন যে তাকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে। সেই নথি দেখে জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। পরে সেই নথি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় হাইকোর্টের সেই নথি জাল।
advertisement
এই ঘটনার তদন্তে নেমে সিআইডির হাতে গ্রেফতার হয় লালু শেখের ছেলে লাবু শেখ। সিআইডি সূত্রে খবর, লাবু তার বাবার মুক্তির জন্য নথি জাল করেছিল। এক আইনজীবী সাহায্য করেছিলেন। পরে সেই আইনজীবীও গ্রেফতার হন। তবে তদন্তে নেমে নিম্ন আদালতের আইনজীবী ও কর্মীদের সঙ্গে হাইকোর্টের কর্মীর একাংশের যোগসূত্র পাওয়া যাচ্ছে বলে দাবি সিআইডর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্দেশ জাল করে জামিন বন্দির, সিআইডি নজরে হাইকোর্টের জনা কয়েক কর্মচারী 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement