শীতলকুচি কাণ্ডে এবার এসডিপিও-কে তলব, হাজিরা এড়ালো সিআইএসএফ

Last Updated:

এ দিনই ঘটনার সঙ্গে জড়িত সিআইএসএফ-এর চারজন কনস্টেবল, একজন ডেপুটি কম্যান্ডান্ট ও একজন ইন্সপেক্টরকেও তলব করেছিল সিআইডি৷

শীতলকুচির ঘটনার তদন্তে কোমর বেঁধে নেমেছে সিআইডি৷
শীতলকুচির ঘটনার তদন্তে কোমর বেঁধে নেমেছে সিআইডি৷
#কলকাতা: শীতলকুচিতে ভোটের দিন গুলি চলার ঘটনার তদন্তে এবার মাথাভাঙার এসডিপিও সুরজিৎ মণ্ডলকে ডেকে পাঠালো সিআইডি৷ আগামিকাল, বুধবার সকাল এগারোটায় তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এ দিনই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী মাথাভাঙা থানার আইসি গোবিন্দ মণ্ডলকে তিন ঘণ্টা জেরা করেছে সিআইডি৷
গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২৬ নম্বর বুথে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী৷ সেই ঘটনায় চার জনের মৃত্যু হয়, আহত হন বেশ বেশ কয়েকজন গ্রামবাসী৷ সেই ঘটনার তদন্তেই ডিআইজি সিআইডি-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার৷ তদন্তে নেমে ঘটনার দিন এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা মাথাভাঙা থানার একের পর এক আধিকারিককে তলব করছে সিআইডি৷ গতকাল, সোমবার জেরা করা হয় মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারকে৷ তার পর আজ তলব করা হয় এসআই গোবিন্দ মণ্ডলকে৷ ঘটনার দিন আরটি মোবাইল অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন গোবিন্দ বাবু৷ প্রায় তিন ঘণ্টা এই অফিসারকে জেরা করেন সিআইডি-র গোয়েন্দারা৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, ঘটনার দিন সত্যিই গ্রামবাসীদের তরফে অশান্তিতে কোনও প্ররোচনা দেওয়া হয়েছিল কি না৷ এমন কী পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিকল্প কোনও পথে না হেঁটে সরাসরি গুিল চালাতে হল কেন্দ্রীয় বাহিনীকে?
advertisement
এ দিনই ঘটনার সঙ্গে জড়িত সিআইএসএফ-এর চারজন কনস্টেবল, একজন ডেপুটি কম্যান্ডান্ট ও একজন ইন্সপেক্টরকেও তলব করেছিল সিআইডি৷ কিন্তু এ দিন বিকেল পর্যন্ত তাঁরা হাজিরা দেননি৷ সিআইডি সূত্রে খবর, যদি সিআইএসএফ-এর তরফে ই মেল বা চিঠি মারফত তাদের পাঠানো নোটিসের যথাযথ কোনও জবাব না মেলে, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে রাজ্যের তদন্তকারী সংস্থা৷
advertisement
advertisement
অন্যদিকে, এই ঘটনায় মাথাভাঙার এসডিপিও-র বয়ানও গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ কারণ ঘটনার পর মাথাভাঙা থানার আইসি-র সঙ্গে তিনিও ঘটনাস্থলে গিয়েছিলেন৷ ঘটনার পর তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ঘটনাস্থলে কী অবস্থা ছিল, এসবই এসডিপিও-র কাছে জানতে চাইবে সিআইডি৷
তবে এখনও তলব করা না হলেও খুব শিগগিরই কোচবিহারের সদ্যপ্রাক্তন এসপি দেবাশিস ধরকেও ডেকে পাঠানোর তোড়জোড় করছে সিআইডি৷ ঘটনার দিন রাতেই কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ক্লিনচিট দিয়েছিলেন ভোটের সময় জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার দেবাশিস ধর৷ এবার তাঁর বয়ানও নিতে চায় সিআইডি৷
advertisement
যদিও শীতলকুচি কাণ্ডে তদন্তের নামে আসলে রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, সরকার প্রকৃত ঘটনাই তুলে ধরতে চায়৷ যাঁরা নির্দোষ তাঁদের চিন্তা করার কোনও কারণ নেই৷
Arpita Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শীতলকুচি কাণ্ডে এবার এসডিপিও-কে তলব, হাজিরা এড়ালো সিআইএসএফ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement