শুভেন্দুর নিরাপত্তারক্ষী খুনের মামলায় কাঁথি থানার প্রাক্তন আইসিসহ আটজনকে জিজ্ঞাসাবাদ সিআইডির

Last Updated:

তৎকালীন দুই নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তিন জনের বয়ান রেকর্ড করে সিআইডি।

#কলকাতা : শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী  শুভব্রত  চক্রবর্তী খুনের ঘটনায় তৎকালীন আইসি সুনয়ন বসু ও তৎকালীন আট নিরাপত্তারক্ষীকে প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ভবানী ভবনে সকাল ১১ টা  থেকে সন্ধে ৭ টা  পর্যন্ত  জিজ্ঞাসাবাদ চলে। সিআইডি সুত্রে খবর, ফের তাঁদের ভবানী ভবনে তলবের সম্ভবনা রয়েছে। এদিন তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে।তৎকালীন কাঁথি থানার আইসি সহ মোট নজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। সিআইডি সুত্রে খবর, মঙ্গলবার  ভবানী ভবনে তৎকালীন আইসি সুনয়ন বসুকে তলব করে জিজ্ঞাসাবাদ  করা হয়।
তৎকালীন দুই নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তিন জনের বয়ান রেকর্ড করে সিআইডি। কাঁথি থানার প্রাক্তন আইসির বয়ানে অসঙ্গতি থাকায় ফের তাঁকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়ে যারা অন্য ভিআইপিদের নিরাপত্তারক্ষী  ছিলেন সেই আট জন নিরাপত্তারক্ষী, যারা বর্তমানে কনস্টেবল, তাঁদেরকেও ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সুত্রে খবর, কাঁথি থানার প্রাক্তন আইসির থেকে জানতে  চাওয়া হয়, ২০১৮ সালের ১৩ অক্টোবর শুভব্রত  চক্রবর্তী  গুলিবিদ্ধ  হওয়ার পর আইসি হিসাবে তিনি গিয়ে কী পরিস্থিতি দেখলেন? কখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? সেই সময় কে বা কারা পুলিশকে খবর দেয়? কোনো লিখিত ডকুমেন্টস পেয়েছিলো কিনা? মৃতের পরিবারকে কখন খবর দেওয়া হয়?
advertisement
বৃহস্পতিবার  আট জন তৎকালীন নিরাপত্তারক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে। তাদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে কাঁথি থানার প্রাক্তন আইসির বয়ান। রেকর্ড  করা হয় প্রত্যেকের  বয়ান। প্রসঙ্গত, ২০১৮ সালে ১৩ অক্টোবর গুলিবিদ্ধ হন শুভব্রত। ১৪ অক্টোবর কলকাতায় বাইপাসের ধারে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় ২০২১ সালে ৭ জুলাই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। সেই ঘটনায় (302 IPC ) খুন ও (120b IPC) ষড়যন্ত্র মামলা রুজু হয়। সেই খুনের মামলা তদন্ত ভার নেয় সিআইডি। এবার কাঁথিতে শুভব্রত খুনের মামলায় তৎকালীন কাঁথি থানার আইসি সহ মোট ৯ জনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভবনা সিআইডির।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুভেন্দুর নিরাপত্তারক্ষী খুনের মামলায় কাঁথি থানার প্রাক্তন আইসিসহ আটজনকে জিজ্ঞাসাবাদ সিআইডির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement