ফোনে বন্ধুত্ব ও প্রেমের ফাঁদ পেতে নারী পাচার, ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সিআইডি
- Published by:Sudip Paul
Last Updated:
ফোনে বন্ধুত্ব পাতিয়ে বা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের আছিলায় নারী পাচার নিত্য দিনের ঘটনা হয়ে উঠেছে। প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নিয়েও এই সামাজিক ব্যধির প্রতিকার কিছুতেই করা যাচ্ছে না। ফের ঘটল এমন ঘটনা।
কলকাতা: ফোনে বন্ধুত্ব পাতিয়ে বা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব ও প্রেমের আছিলায় নারী পাচার নিত্য দিনের ঘটনা হয়ে উঠেছে। প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নিয়েও এই সামাজিক ব্যধির প্রতিকার কিছুতেই করা যাচ্ছে না। ফের ঘটল এমন ঘটনা। এবারও ফোনের মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে নারী পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়া দক্ষিণ ২৪ পরগানার মগরাহাট থানা এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
অভিযোগ, গত বছর ফোনে বছর ২৪ ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব হয় সাদ্দাম নামে এক ব্যক্তির। ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সাদ্দাম ওই মহিলাকে বিয়ের ও সুন্দর জীবনের প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ। প্রেমে পড়ে নিজের চার বছরের মেয়েকে নিয়ে সাদ্দামের কাছে যায়। এরপর সাদ্দাম ওই মহিলা এবং তার ৪ বছর মেয়েকে দিল্লিতে পাচার করে দেয়। নির্যাতিতা মহিলাকে বিক্রি করে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়।
advertisement
advertisement
পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। বেশ কিছু সময় ধরে তদন্ত চালিয়ে প্রথমে দিল্লি থেকে ওই মহিলা ও তার কন্যা সন্তানকে উদ্ধার করা হয়। তবে কাওকে গ্রেফতার করা যায়নি। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। এরপর ডিজিটাল এভিডেন্ড ও সোর্স ইনফরমেশন মারফত ২ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি। ধৃতদের নাম সামসুল সেখ সাদ্দাম এবং আবাদুল্লা মন্ডল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 7:00 PM IST