Tmc Leader Murder: তৃণমূল নেতাকে খুন করে দিল্লিতে লুকিয়ে মাস্টারমাইন্ড! রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার

Last Updated:

Tmc Leader Murder: মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাসের খুনের ঘটনায় গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ রাজু।

#কলকাতা : মঙ্গলকোটে  তৃণমূলের অঞ্চল সভাপতি  অসীম দাস খুনের ঘটনায় দিল্লী থেকে  মাস্টার মাইন্ড গ্রেপ্তার | গ্রেপ্তার করলেন সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা | ধৃতের  নাম শেখ রাজু |  সিআইডি সুত্রে খবর, শেখ রাজু পাঁচ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছিল অসীম দাসকে | জেরায় তা স্বীকার  করেছে ধৃত |
নানুরের আদি বাসিন্দা  হলেও বর্তমানে রাজু  থাকত মঙ্গলকোটে | ইটভাটা  ব্যবসা  করতো বলে জানা গিয়েছে | খুনের পিছনে কি সিন্ডিকেট বা রাজনৈতিক কারণ, তা  জানার চেষ্টা করছে সিআইডি | দিল্লি আদালতে পেশ করার পর ট্রানসিট রিমান্ডে  আনা হবে কলকাতায় |
কীভাবে ট্র্যাক  করে সিআইডি গ্রেপ্তার করল মাস্টারমাইন্ডকে? সিআইডি  সুত্রে খবর, গত ১২ জুলাই  তৃণমূল নেতা  অসীম দাস খুনের পর থেকে পলাতক ছিল মাস্টারমাইন্ড শেখ রাজু  | দিল্লিতে পালিয়ে যায় সে| সিআইডি সুত্রে খবর, নিজের মোবাইল বন্ধ করে দিয়েছিল  শেখ রাজু  | অন্য একজনের  ফোন ব্যবহার করছিল সে। সিআইডি ওই ব্যক্তির ফোনের টাওয়ার  লোকেশন  জানতে পারে |  তারপর শেখ  রাজুকে দিল্লিতে তাঁর পরিচিতের  বাড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি  | ফোন যার ব্যবহার করছিল ও যার বাড়িতে আত্মগোপন  করেছিল তারা কেউ  জানতেন  না শেখ  রাজু এই খুনের মাস্টারমাইন্ড |  এই খুনের ঘটনায় বাকি  আর কারা জড়িত , সে বিষয়ে ধৃতকে জেরা করে ইতিমধ্যেই  সিআইডি জানতে পেরেছে |
advertisement
advertisement
অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে সিআইডি |  গত  ১২ জুলাই খুন হন লাখুরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস | সিউওর মোড়ে দুষ্কৃতীরা পথ আটকায় | এরপরই গুলি চালায় দুষ্কৃতীরা |  জেলা পুলিশ সেই ঘটনায় সিট গঠন করে দুজনকে গ্রেপ্তার করে |  এরপর  সিআইডি  তদন্তভার হাতে নেয় |  মঙ্গলকোটে  সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে | গত  ১৬ জুলাই সিআইডি গ্রেপ্তার করে রফিক  শেখকে | শেষমেশ তৃণমূল নেতা অসীম দাসের খুনের  ঘটনায় মাস্টার  মাইন্ডকেও গ্রেপ্তার করল সিআইডি | বাকি  অভিযুক্তদের খোঁজ চলছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc Leader Murder: তৃণমূল নেতাকে খুন করে দিল্লিতে লুকিয়ে মাস্টারমাইন্ড! রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement