Tmc Leader Murder: তৃণমূল নেতাকে খুন করে দিল্লিতে লুকিয়ে মাস্টারমাইন্ড! রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার
- Published by:Suman Biswas
Last Updated:
Tmc Leader Murder: মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাসের খুনের ঘটনায় গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ রাজু।
#কলকাতা : মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস খুনের ঘটনায় দিল্লী থেকে মাস্টার মাইন্ড গ্রেপ্তার | গ্রেপ্তার করলেন সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা | ধৃতের নাম শেখ রাজু | সিআইডি সুত্রে খবর, শেখ রাজু পাঁচ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছিল অসীম দাসকে | জেরায় তা স্বীকার করেছে ধৃত |
নানুরের আদি বাসিন্দা হলেও বর্তমানে রাজু থাকত মঙ্গলকোটে | ইটভাটা ব্যবসা করতো বলে জানা গিয়েছে | খুনের পিছনে কি সিন্ডিকেট বা রাজনৈতিক কারণ, তা জানার চেষ্টা করছে সিআইডি | দিল্লি আদালতে পেশ করার পর ট্রানসিট রিমান্ডে আনা হবে কলকাতায় |
কীভাবে ট্র্যাক করে সিআইডি গ্রেপ্তার করল মাস্টারমাইন্ডকে? সিআইডি সুত্রে খবর, গত ১২ জুলাই তৃণমূল নেতা অসীম দাস খুনের পর থেকে পলাতক ছিল মাস্টারমাইন্ড শেখ রাজু | দিল্লিতে পালিয়ে যায় সে| সিআইডি সুত্রে খবর, নিজের মোবাইল বন্ধ করে দিয়েছিল শেখ রাজু | অন্য একজনের ফোন ব্যবহার করছিল সে। সিআইডি ওই ব্যক্তির ফোনের টাওয়ার লোকেশন জানতে পারে | তারপর শেখ রাজুকে দিল্লিতে তাঁর পরিচিতের বাড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি | ফোন যার ব্যবহার করছিল ও যার বাড়িতে আত্মগোপন করেছিল তারা কেউ জানতেন না শেখ রাজু এই খুনের মাস্টারমাইন্ড | এই খুনের ঘটনায় বাকি আর কারা জড়িত , সে বিষয়ে ধৃতকে জেরা করে ইতিমধ্যেই সিআইডি জানতে পেরেছে |
advertisement
advertisement
অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে সিআইডি | গত ১২ জুলাই খুন হন লাখুরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস | সিউওর মোড়ে দুষ্কৃতীরা পথ আটকায় | এরপরই গুলি চালায় দুষ্কৃতীরা | জেলা পুলিশ সেই ঘটনায় সিট গঠন করে দুজনকে গ্রেপ্তার করে | এরপর সিআইডি তদন্তভার হাতে নেয় | মঙ্গলকোটে সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে | গত ১৬ জুলাই সিআইডি গ্রেপ্তার করে রফিক শেখকে | শেষমেশ তৃণমূল নেতা অসীম দাসের খুনের ঘটনায় মাস্টার মাইন্ডকেও গ্রেপ্তার করল সিআইডি | বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2021 2:37 PM IST