লাল-হলুদে ক্রিসমাস সেলিব্রেশন , ক্লাব তাঁবুতে পার্টিতে মাতলেন অ্যালভিটো-লোবোরা !
Last Updated:
ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমির জুনিয়র ফুটবলারদের সঙ্গে মিলে ক্লাব তাঁবুতেই ক্রিসমাসের অভিনব সেলিব্রেশনে মাতলেন অ্যালভিটো-লোবো-রাহুল ভেকে-রা।
#কলকাতা: লাল-হলুদে ক্রিসমাস। ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমির জুনিয়র ফুটবলারদের সঙ্গে মিলে ক্লাব তাঁবুতেই ক্রিসমাসের অভিনব সেলিব্রেশনে মাতলেন অ্যালভিটো-লোবো-রাহুল ভেকে-রা।
উৎসবের কলকাতা। ফেস্টিভ মুডে উপচে পড়া ভিড় শহর জুড়েই। সান্টার টুপি, রঙিন পোষাক, গিফট, ক্রিসমাস ট্রি, আলো ঝলমলে বো ব্যারাক আর বরাবরের উষ্ণতার পার্ক স্ট্রট। এইসব নিয়েই বর্ষশেষে মাতোয়ারা শহর। একটু অন্য পথে হেঁটে এবার কলকাতার ময়দানেও হাজির..ক্রিসমাস।
ইস্টবেঙ্গল তাঁবুর লনে সকাল থেকেই সাজো সাজো রব। অ্যালভিটো, কেভিন লোবো, রেহনেশ, বিকাশ জাইরু, রাহুল ভেকেরা আনন্দ ভাগ করে নিলেন অ্যাকাডেমির ফুটবলারদের সঙ্গে।
advertisement
advertisement
লনের একপাশে বারবিকিউ, হাল্কা শীতে একটু অন্য আমেজ। কেক কাটা-সেলিব্রেশন-সবাই মিলে গানের লাইনে গলা মেলানো সবই হল ৷ মূল উদ্যোগটা অবশ্য অ্যালভিটোর। ইস্টবেঙ্গল অ্যালভিটোর সেকেন্ড হোম। লাল-হলুদ পরিবারের সঙ্গেই খুশি ভাগ করে নিলেন তিনি ।
পয়লা বৈশাখে এলাহি বারপুজো ময়দানের বরাবরের ঐতিহ্য। ময়দানের চেনা আবহে এবার ক্রিসমাস সেলিব্রেশন অন্য আমেজ এনে দিল।
advertisement
এদিকে আই লিগের প্রস্তুতিতে সোমবার থেকেই প্র্যাকটিসে নেমে পড়ছে মোহনবাগান। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান এক সপ্তাহ আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন। ময়দানে কৌতুহল ছিল ঠিক কবে মাঠে নামবে মোহনবাগান। সোমবার থেকে মোহনবাগান মাঠেই অনুশীলন শুরু করবেন সঞ্জয়। কাটসুমি ইউসা, ড্যারেল ডাফিরা থাকবেন। শনিবার বাগানের অনুকূলে সই করা বলবন্ত সিংও সোমবার অনুশীলনে নামতে পারেন। কয়েকদিনের মধ্যেই চলে আসছেন জেজে লালপেখলুয়া। সনি নর্ডি আসবেন জানুয়ারিতে। ৮ জানুয়ারি চার্চিল ব্রাদার্স ম্যাচ দিয়ে আই লিগ অভিযান শুরু করছে মোহনবহাগান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 25, 2016 4:13 PM IST







