Children's Day 2019: একসময় ভারতে শিশু দিবস পালিত হত ২০ নভেম্বর

Last Updated:
#কলকাতা: আজ জাতীয় শিশু দিবস ৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রী সইশুপ্রেমী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এইদিনটিকে শিশুদিবস হিসাবে পালন করা হয় এ দেশে ৷ তবে বিশ্বের অন্যান্য বেশিরভাগ দেশেই কিন্তু শিশুদিবস পালিত হয় ২০ নভেম্বর ৷ ১৯৬৪ সাল পর্যন্ত এ দেশেও এই দিনটিতেই পালিত হত শিশুদিবস ৷ কারণ ২০ নভেম্বর ছিল আন্তর্জাতিত শিশু দিবস ৷ কিন্তু ১৯৬৪ সালে জওহরলাল নেহরু মারা যাওয়ার পর শিশুপ্রেমিক এই মানুষটির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁর জন্মদিন ১৪ নভেম্বরই শিশুদিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷
আজ শিশুদিবস ৷ সেই উপলক্ষে গুগল ও তার বিশেষ ডুডলের মাধ্যমে স্মরণ করেছে ভারতের শিশুদিবসকে ৷ প্রতি বছর গুগল শিশুদিবস উপলক্ষ্যে একটি ডুডল তৈরির প্রতিযোগিতার আয়োজন করে ৷ এবার সেই প্রতিযোগিতার বিষয়, ‘When I grow up, I hope...’ ৷ যার অর্থ ‘যখন আমি বেড়ে উঠছিলাম, তখন যা চাইতাম...’ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Children's Day 2019: একসময় ভারতে শিশু দিবস পালিত হত ২০ নভেম্বর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement