বাদুড়িয়ায় ধরা পড়ল বিরাট শিশু পাচারচক্র, সদ্যজাতকে মৃত বলে পাচার হতো শিশু !

Last Updated:

বসিরহাটের বাদুরিয়া থেকে ধরা পড়ল বিরাট শিশু পাচারচক্র ৷ মঙ্গলবার এই খবরে রীতিমতো কেঁপে উঠল গোটা শহর ৷ সদ্যজাত শিশুকে

#বসিরহাট: বসিরহাটের বাদুরিয়া থেকে ধরা পড়ল বিরাট শিশু পাচারচক্র ৷ মঙ্গলবার এই খবরে রীতিমতো কেঁপে উঠল গোটা শহর ৷ সদ্যজাত শিশুকে মৃত বলে নার্সিংহোম থেকেই দেশে-বিদেশে পাচার হতো শিশু ৷
এই পাচারচক্রের সঙ্গে যুক্ত দুই চিকিৎসকের নাম উঠে এসেছে ৷ খবর অনুযায়ী, পাচারচক্রের মূলচক্রী এই ২ চিকিৎসক, ডাঃ তপন কুমার দাস, ডাঃ আর গুপ্তা ৷ ডাক্তার আর গুপ্তা আরজি করের প্রাক্তন চিকিৎসক ৷ মঙ্গলবার শিশু পাচারচক্রে ধৃত ৮ জনকে ১৪ দিনের জন্য রাখা হয়েছে সিআইডি হেফাজতে৷
ডিআইজি সিআইডি ভরতলাল মিনা জানালেন, বাদুরিয়া নার্সিং হোমে শিশু জন্মানোর পর শিশুর পরিবারকে বলা হতো, শিশুটা মৃত ৷ তার পরেই জুতোর বাক্সে বা বিস্কুটের বাক্স করে সদ্যজাতকে নিয়ে যাওয়া হতো মছলন্দপুরের এক স্বেচ্ছাসেবক সংস্থায় ৷ সেখানেই অপেক্ষা করত শিশুর ক্রেতারা ৷ সেখানে থেকে দেশ-বিদেশে পাচর হয়ে যেত সদ্যজাত ৷
advertisement
advertisement
ডিআইজি-র কথায়, ‘৩ বছরে মোট ৬০ শিশু পাচার হয়েছে ৷ এক শিশুকে আমেরিকায় পাচার করা হয় ৬ লক্ষ টাকার বিনিময়ে ৷’
এর আগে শান্তিপুর থেকেও ধরা পড়েছিল শিশু পাচারকারী ৷ স্কুল শিক্ষিকাদের তৎপরতায় এক দিনের শিশুকন্যা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল আরপিএফ ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে ৷
প্রত্যেক দিনের মতো শনিবারও শান্তিপুরে স্কুলে আসার জন্য চাকদহ থেকে সকাল ৯.০৪ মিনিটে আপ শান্তিপুর লোকাল ধরেন তনুশ্রী ঘোষ এবং পলি রায় নামের দুই স্কুল শিক্ষিকা ৷ মহিলা কামরায় ওঠার পর একটি সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ পেয়ে এক মহিলার দিকে নজর যায় তাদের ৷ ওই মহিলার সঙ্গে কথা বলা শুরু করলে তার কথায় বেশ অসঙ্গতি লক্ষ্য করেন শিক্ষিকারা ৷
advertisement
অভিযুক্ত মহিলার থেকে হাওড়া থেকে কাটা ১০ টাকা দামের একটি টিকিট পাওয়া গেলে সন্দেহ আরও দৃঢ় হয় ৷ এর পরই আর কোনও স্টেশনে ওই মহিলাকে নামতে দেননি শিক্ষিকারা ৷ তাঁদের পাশে এসে দাঁড়ান কামরার অন্যান্য যাত্রীরাও ৷ শান্তিপুর স্টেশনে ট্রেন ঢুকলে আরপিএফ-এর হাতে শিশু-সহ ওই মহিলাকে তুলে দেন যাত্রীরা ৷ কন্যা সন্তানটিকে আপাতত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাদুড়িয়ায় ধরা পড়ল বিরাট শিশু পাচারচক্র, সদ্যজাতকে মৃত বলে পাচার হতো শিশু !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement