কেষ্টপুর: খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এই অঞ্চলের চন্ডিবেরিয়াতে।
জানা গিয়েছে, কেজি-টুয়ের ওই ছাত্রী নিজের ঘরেই খেলা করছিল। তখন সকাল, বাড়ির সবাই কাজে বেরিয়েছেন। বাড়ি ফাঁকাই ছিল। খেলতে খেলতে আচমকাই গলায় গামছার ফাঁস লেগে যায়। বাড়িতে কেউ না থাকায়, মেলে না সাহায্য! অসহায় অবস্থায় খানিক্ষণ একলা জুঝে , শেষপর্যন্ত হার মানে ওই ছোট্ট প্রাণ।
মা-বাবা বাড়ি ফিরে দেখেন খাটে পড়ে রয়েছে তাদের মেয়ের নিথর দেহ। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Child girl, Death, Died of chocking, Keshtopur, Keshtopur child death, Kolkata, While playing