Waterlogged Districts Measure: জল জমে দুর্ভোগ! কী ভাবে আটকানো যায় বন্যা? জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্ন সূত্রে। ত্রান সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। কী পরিস্থিতি হচ্ছে লাগাতার বৃষ্টির জেরে? কোথায় কত জল জমছে? নদীগুলিতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে? প্রতিমুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। বিপর্যয় মোকাবিলা করার নানা উপায় নিয়ে কথা হবে শনিবারের বৈঠকে।
কলকাতা: টানা বৃষ্টিতে জেলায় জেলায় রাস্তাঘাট জলমগ্ন। জল ঢুকেছে বাড়িঘরেও। জলমগ্ন রাস্তায় যানজট। দুর্ভোগে নিত্যযাত্রীরাও। একাধিক জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে দুপুর ২টো থেকে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।
বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য সচিব।ইতিমধ্যেই জল ছাড়ছে ডিভিসি। পাশাপাশি আরও একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর সহ একাধিক দফতরকে।
ইতিমধ্যেই ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে জেলাশাসকদের মুখ্যসচিব।জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলেছে নবান্ন। জেলাশাসকদের সব ছুটি বাতিল করা হয়েছে শনিবার। বদলে ডাকা হল বৈঠক।
advertisement
advertisement
বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্ন সূত্রে। ত্রান সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। কী পরিস্থিতি হচ্ছে লাগাতার বৃষ্টির জেরে? কোথায় কত জল জমছে? নদীগুলিতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে? প্রতিমুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। বিপর্যয় মোকাবিলা করার নানা উপায় নিয়ে কথা হবে শনিবারের বৈঠকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 2:07 PM IST