Chief Secretary Meeting: ভ্যাকসিনের ওভারডিউ, রাজ্যে পাওয়ারলুম তৈরি-সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জেলাশাসকদের মুখ্য সচিব নির্দেশ দেন, প্রতিমাসে ৩ লক্ষ টার্গেট নিতে হবে বাড়িতে বাড়িতে জলের কানেকশন দেওয়ার।
#কলকাতা: রাজ্য জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যে জেলাগুলিতে ভ্যাকসিন ডিউ, ওভারডিউ রয়েছে, তা অবিলম্বে দেওয়ার কাজ শেষ করতে হবে। জেলাশাসকের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্য সচিব। মঙ্গলবার, একাধিক ইস্যু নিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব।
এবার থেকে নিজের জেলায় নিজের কাপড় তৈরির ক্ষেত্রে আরও স্বনির্ভর হতে হবে। রাজ্যে পাওয়ারলুম তৈরিতে আরও উৎসাহ দেওয়ার জন্য সরলীকরণ নিয়ম করছে রাজ্য। প্রতি জেলায় কত স্বনির্ভর গোষ্ঠী কাপড় তৈরি করতে পারবে, তা নিয়ে ৩১ জানুয়ারি মধ্য রিপোর্ট দেওয়ার নির্দেশ জেলাশাসকদের। পাশাপাশি, জেলাশাসকদের মুখ্য সচিব নির্দেশ দেন, প্রতিমাসে ৩ লক্ষ টার্গেট নিতে হবে বাড়িতে বাড়িতে জলের কানেকশন দেওয়ার।
advertisement
advertisement
রাজ্যে বর্তমানেও করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ। দৈনিক করোনা (Coronanavirus) সংক্রমণ ১০ হাজারের উপরেই। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। পাশাপাশি, গতকালের তুলনায় এদিন বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে করোনায় একদিনে মৃত ৩৪ জন।
advertisement
গত ৪ দিনে রাজ্যে ১৪২ জনের করোনায় মৃত্যু হয়েছে। গতকালের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি পরীক্ষা হয়েছে। সংক্রমণ হার কমে ২০ শতাংশের নীচে। সোমবার যদিও রাজ্যে একদিনে করোনা আক্রান্ত একলাফে কমেছিল ৬ হাজার। এদিকে, দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ২০৫ জন, মৃত্যু ১০ জনের। রাজ্যে সংক্রমণ-মৃত্যুতে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৭৬১ জন, মৃত্যু ৭ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৮৮৫ জন। ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2022 8:47 PM IST