Chief Secretary: ‘কড়া পদক্ষেপ নিতে হবে’! ভোটার তালিকা নিয়ে জেলাশাসকদের বড় নির্দেশ মুখ্য সচিবের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব। এই বৈঠকে জেলাশাসকদের ভোটার তালিকা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ভোটার তালিকা নিয়ে জেলাশাসকদের সতর্ক করলেন তিনি।
কলকাতা: জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব। এই বৈঠকে জেলাশাসকদের ভোটার তালিকা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ভোটার তালিকা নিয়ে জেলাশাসকদের সতর্ক করলেন তিনি।
নতুন ভোটার তালিকার জন্য যারা আবেদন করছেন তারা সঠিক নাকি সেটা দেখতে হবে। প্রয়োজনে সরাসরি গিয়ে সেই লোক সেখানে বসবাস করছে নাকি সেটা খতিয়ে দেখতে হবে। আবেদনপত্র সঠিক নাকি সেটা দেখতে হবে। হঠাৎ করে কোন এলাকায় ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা যদি বেড়ে যায় সেটাও তদন্ত করে দেখতে হবে।
advertisement
advertisement
সিস্টেমের মধ্যে যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় ফিল্ডে ফিল্ডে গিয়ে ইন্সপেকশন করতে হবে, নির্দেশ মুখ্য সচিবদের। ভোটার তালিকা চেকিং করতে হবে। দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলা থেকে অভিযোগ আসছে। জেলাশাসকদের বৈঠকে কড়া নির্দেশ মুখ্য সচিবের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 9:25 PM IST