Junior doctors meeting at Nabanna: অনড় জুনিয়র চিকিৎসকরা, ধৈর্য রাখছে রাজ্য! সন্ধে সাড়ে ৬টায় ফের বৈঠকে ডাক

Last Updated:

জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ৷

ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকল রাজ্য সরকার৷
ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকল রাজ্য সরকার৷
কলকাতা: ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিল রাজ্য সরকার৷ গতকাল রাতেই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, সব দাবি পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না৷ নিজেদের সিদ্ধান্তর কথা ই মেল করে রাজ্য সরকারকে জানিয়েওছিলেন তাঁরা৷ নতুন করে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা৷
জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ সেই ই মেলে জুনিয়র চিকিৎসকদের সন্ধে সাড়ে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে এ দিনের বৈঠকে সম্ভবত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
গত সোমবার কালীঘাটের বৈঠকে কলকাতার পুুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সহ জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর আশা করা হয়েছিল চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিতে পারেন৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতেও জুনিয়র চিকিৎসকরা আইনজীবীর মাধ্যমে জানান, তাঁরা কাজে ফিরতে আগ্রহী৷ কিন্তু মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন, বেশ কিছু দাবি এখনও পূরণ না হওয়ায় তাঁদের আন্দোলন চলবে৷
advertisement
জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি মানেনি রাজ্য৷ তাছাড়াও, সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও তার খুঁটিনাটি বিষয় নিয়ে ধোয়াঁশা রয়েছে৷ এ ছাড়াও রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা চান তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior doctors meeting at Nabanna: অনড় জুনিয়র চিকিৎসকরা, ধৈর্য রাখছে রাজ্য! সন্ধে সাড়ে ৬টায় ফের বৈঠকে ডাক
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement