‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেলের মান নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রোজেক্টে দেওয়া সাইকেল নিয়ে উঠছে একের পর এক অভিযোগ ৷
#কলকাতা: তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্পের একটি সবুজ সাথী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রোজেক্টে দেওয়া সাইকেল নিয়ে উঠছে একের পর এক অভিযোগ ৷
গ্রাম বাংলায় ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে রাজ্য সরকারের অনন্য উদ্যোগ সবুজ সাথী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ যাতে বাড়ি থেকে স্কুলের দূরত্বের কারণে পড়ুয়ারা শিক্ষা থেকে বঞ্চিত না হয় ৷ এর ফলে স্কুলছুটের সংখ্যা অবিশ্বাস্যভাবে কমে যায় ৷
advertisement
সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন ৷ বহুদিন ধরেই সাইকেল নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কাছে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই ভাঙা সাইকেল দেওয়ার অভিযোগ উঠেছে ৷ কোথাও পড়ুয়ারা জানিয়েছেন, কয়েকদিন ব্যবহার করতে না করতেই সাইকেলগুলি ভেঙে যায় ৷ তখন সারাতে দ্বিগুণ টাকা খরচা করতে হয় ৷
advertisement
advertisement
বিভিন্ন জেলা থেকে এই সব অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে উঠতেই তিনি সংশ্লিষ্ট দফতরকে ঘটনা খতিয়ে দেখার কথা বলেন ৷ একইসঙ্গে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশ, সবুজ সাথী প্রকল্পের সাইকেলে আপস নয় ৷ যে সংস্থা সাইকেল দেবে তাদের ৩ বছরের গ্যারান্টি দিতে হবে ৷
এই বছর আরও ১৫ লক্ষ পড়ুয়াকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেবে রাজ্য সরকার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2017 3:15 PM IST