শর্তসাপেক্ষে এবছর ছট পুজোর অনুমতি রবীন্দ্র সরোবরে
Last Updated:
কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি-র আবেদনে সায় দিয়ে ১৫ টি শর্তে পুজোয় অনুমতি দেওয়া হয়েছে।
#কলকাতা: সব জল্পনার অবসান ! শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিল গ্রিন ট্রাইব্যুনাল ৷ কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি-র আবেদনে সায় দিয়ে ১৫ টি শর্তে পুজোয় অনুমতি দেওয়া হয়েছে। তবে শুধু এবছরের জন্যই রবীন্দ্র সরোবরে পুজোয় অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবারই রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না বলে জানিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সরোবরে ফুল, বেলপাতা, পুজো সামগ্রী ফেলা যাবে না বলে জানিয়েছিল আদালত। গ্রিন ট্রাইব্যুনালে এস পি ওয়াংদি ও বিশেষজ্ঞ সদস্য পি সি মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সরোবর চত্ত্বরের কোনও অংশেই কোনও অনুষ্ঠান করা যাবে না। ফাটানো যাবে না বাজিও। সরোবর থেকে তিন ফুট দূরে বাঁশের ব্যারিকেডের মধ্যে ফেলতে হবে পুজোর সামগ্রী। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় গ্রিন বেঞ্চ। এরপর, সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে কেআইটি। সংস্থার দাবি, ছট পুজোর আর বেশি দিন বাকি নেই। এমন সময়ে সরোবরে পুজো বন্ধ করে দিলে গোলমাল বাঁধতে পারে। তাই আপাতত এবছরের জন্য শর্তসাপেক্ষে সরোবরে পুজোর অনুমতি দিয়েছে আদালত ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2016 8:29 PM IST