Chhath Puja: রবীন্দ্রসরোবরে ছটপুজো উপলক্ষে প্রতি গেটে শিকল ও তালা! বাঁশের ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Chhath Puja: সকাল থেকে কড়া নজরদারি পুলিশের। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত রবীন্দ্র সরোবর পার্ক বন্ধ।
#কলকাতা: ছট পুজো (Chhath Puja) উপলক্ষে রবীন্দ্র সরোবরে এবার প্রতি গেটে বাড়তি তালা ও শিকল। রক্ষনাবেক্ষণর দায়িত্বে থাকা কেএমডিএ পক্ষ থেকে বাড়তি শিকল ও তালার ব্যবস্থা করা হয়েছে। যাতে বাইরে থেকে কেউ জোর করে দরজা ভেঙে ঢুকে পড়তে না পারে। বছর কয়েক আগে রবীন্দ্র সরোবরে গেটে তালা ভেঙে তাণ্ডব চালানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রবীন্দ্র সরোবরে সকাল থেকে পুলিশের নজরদারি। বেলা বাড়তে পুলিশের সংখ্যা বাড়তে শুরু করে।
ডিসি এসইডি সুদীপ সরকার আসেন। রবীন্দ্র সরোবরের প্রতি গেটে মোতায়েন পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন। পুলিশ সূত্রে খবর, প্রতি গেটে মোতায়েন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রবীন্দ্র সরোবরে মোট ১২টি গেটে প্রায় ১৫ জন করে পুলিশ মোতায়েন। প্রায় মোট শ-দুয়েক পুলিশ কর্মী মোতায়েন। রবীন্দ্র সরোবরে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে প্রতি গেটে পোস্টার দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, কোর্ট রায় আমান্য করে ছট পুজোর নামে লেক দূষণ করা যাবে না। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল পক্ষ থেকে রবীন্দ্র সরোবরে দূষণ করা যাবে না কোনও অনুষ্ঠান উপলক্ষে।
advertisement
advertisement
ছট পুজোর জন্য অস্থায়ী তেরোটি ঘাটের তালিকাও দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতা এলাকায়। সকাল থেকে পুলিশের কড়া নজরদারি ছিল। অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা ছিল। যাতে কেউ ছট পুজো (Chhath Puja) উপলক্ষে রবীন্দ্র সরোবরে লেকের গেট ভেদ করে ভিতরে না যেতে পারে তার জন্য বিশেষ ভাবে পুলিশ মোতায়েন ছিল। ডিসি এসইডি সুদীপ সরকার জানান, "আমরা সমস্ত রকম ভাবে প্রস্তুত। বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও অপ্রীতিকর ব্যবস্থা তৈরি করার কেউ চেষ্টা করে তাহলে আমরা কড়া ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত। অ্যানাউন্সমেন্টের ব্যবস্থাও রয়েছে।"
advertisement
২০১৯ সালে ছট (Chhath Puja) উপলক্ষে রবীন্দ্র সরোবরে নিষেধ থাকা সত্ত্বেও তালা ভেঙে তাণ্ডব চালানো হয়। লেকের জল দূষণ করা হয়। এরপর থেকেই পরিবেশবিদরা তীব্র প্রতিবাদ করেন। তবে এ বছর পরিবেশবিদ সুভাষ দত্ত জানান," পুলিশের ব্যবস্থা দেখে আমরা সন্তুষ্ট। তবে বৃহস্পতিবার পর্যন্ত কী অবস্থা হয় সেটা দেখার পর বোঝা যাবে।" পুলিশের পাশাপাশি মঙ্গলবার রাত থেকেই পরিবেশবিদরা প্রতি গেট গুলিতে পাহারা দিয়েছেন। রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতার "ফুসফুস"। আর সেই ফুসফুসকে রক্ষা করা প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা সাধারণ মানুষের কর্তব্য।
advertisement
Arpita Hazra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2021 10:00 PM IST
