#কলকাতা: কলকাতা পুরসভার নতুন করে কনটেইনমেন্ট জোন সংক্রমিত এলাকা হয়েছে 14 টি ওয়ার্ড। এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।
কলকাতা পুরসভা এলাকা*** 5 ই মে নতুন তালিকা অনুযায়ী, কলকাতা পুরসভার মোট ওয়ার্ড 144 টি।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড (নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 35 টি। 02, 16 ,70, 71, 83, 88, 89, 92, 94, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 132, 133, 142, 143, 144 ৷ 27 এপ্রিলের তালিকায় ছিলকলকাতা পুরসভায় মোট ওয়ার্ড 144 টি ।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড(নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 47 টি। 02, 08, 13, 16, 26, 45, 46, 51, 52, 67, 71, 83, 86, 89, 92, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 106, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 130, 132, 133, 139, 141,142, 143, 144 ৷
কলকাতা পুরসভার দুটি ওয়ার্ড সংক্রমিত এলাকা থেকে বাইরে আসতে পেরেছে।এই দুটি ওয়ার্ড হলো 70 ভবানীপুর এলাকা। কাউন্সিলর অসীম বোস 88 নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ওয়ার্ড। রাসবিহারী এলাকা।14 টি ওয়ার্ড নতুন করে সংক্রমিত এলাকায় (কন্টাইন্টমেন্ট জোন) সংযুক্ত হয়েছে।এই ওয়ার্ড গুলি হল 8,13, 26, 45, 46, 51, 52, 67, 86, 95, 106, 130, 139, ও 141 ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Containment Zone, Corona Virus, Red Zone