একনজরে দেখে নিন আপনার ওয়ার্ড কি সংক্রমণমুক্ত?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।
#কলকাতা: কলকাতা পুরসভার নতুন করে কনটেইনমেন্ট জোন সংক্রমিত এলাকা হয়েছে 14 টি ওয়ার্ড। এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।
কলকাতা পুরসভা এলাকা***
5 ই মে নতুন তালিকা অনুযায়ী, কলকাতা পুরসভার মোট ওয়ার্ড 144 টি।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড (নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 35 টি। 02, 16 ,70, 71, 83, 88, 89, 92, 94, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 132, 133, 142, 143, 144 ৷ 27 এপ্রিলের তালিকায় ছিলকলকাতা পুরসভায় মোট ওয়ার্ড 144 টি ।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড(নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 47 টি।
advertisement
advertisement
02, 08, 13, 16, 26, 45, 46, 51, 52, 67, 71, 83, 86, 89, 92, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 106, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 130, 132, 133, 139, 141,142, 143, 144 ৷
কলকাতা পুরসভার দুটি ওয়ার্ড সংক্রমিত এলাকা থেকে বাইরে আসতে পেরেছে।এই দুটি ওয়ার্ড হলো 70 ভবানীপুর এলাকা। কাউন্সিলর অসীম বোস 88 নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ওয়ার্ড। রাসবিহারী এলাকা।14 টি ওয়ার্ড নতুন করে সংক্রমিত এলাকায় (কন্টাইন্টমেন্ট জোন) সংযুক্ত হয়েছে।এই ওয়ার্ড গুলি হল 8,13, 26, 45, 46, 51, 52, 67, 86, 95, 106, 130, 139, ও 141 ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 6:02 PM IST