একনজরে দেখে নিন আপনার ওয়ার্ড কি সংক্রমণমুক্ত?

Last Updated:

এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।

#কলকাতা: কলকাতা পুরসভার নতুন করে কনটেইনমেন্ট জোন সংক্রমিত এলাকা হয়েছে 14 টি ওয়ার্ড। এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।
কলকাতা পুরসভা এলাকা***
5 ই মে নতুন তালিকা অনুযায়ী, কলকাতা পুরসভার মোট ওয়ার্ড 144 টি।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড (নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 35 টি। 02, 16 ,70, 71, 83, 88, 89, 92, 94, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 132, 133, 142, 143, 144 ৷ 27 এপ্রিলের তালিকায় ছিলকলকাতা পুরসভায় মোট ওয়ার্ড 144 টি ।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড(নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 47 টি।
advertisement
advertisement
02, 08, 13, 16, 26, 45, 46, 51, 52, 67, 71, 83, 86, 89, 92, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 106, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 130, 132, 133, 139, 141,142, 143, 144 ৷
কলকাতা পুরসভার দুটি ওয়ার্ড সংক্রমিত এলাকা থেকে বাইরে আসতে পেরেছে।এই দুটি ওয়ার্ড হলো 70 ভবানীপুর এলাকা। কাউন্সিলর অসীম বোস 88 নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ওয়ার্ড। রাসবিহারী এলাকা।14 টি ওয়ার্ড নতুন করে সংক্রমিত এলাকায় (কন্টাইন্টমেন্ট জোন) সংযুক্ত হয়েছে।এই ওয়ার্ড গুলি হল 8,13, 26, 45, 46, 51, 52, 67, 86, 95, 106, 130, 139, ও 141 ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একনজরে দেখে নিন আপনার ওয়ার্ড কি সংক্রমণমুক্ত?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement