#কলকাতা: রোজভ্যালি তদন্ত কোন পথে তার উত্তর মিলতে পারে মঙ্গলবারই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেফতারের পর রোজভ্যালি কাণ্ডে প্রথম অতিরিক্ত চার্জশিট দিতে চলেছে সিবিআই। ওড়িশা আদালতে চার্জশিট পেশ করা হতে পারে বলে সিবিআই সূত্র খবর। চার্জশিটে নাম থাকলে জামিন পাওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়বে জেলে বন্দী ২ তৃণমূল সাংসদের।রোজভ্যালি মামলায় দুই তৃণমূল সাংসদের গ্রেফতারির পর প্রায় তিনমাস কেটে গিয়েছে। ইতিমধ্যেই ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মে-র প্রথম সপ্তাহে সেই জামিনের শুনানি। চার্জশিটে নাম থাকলে সুদীপের জামিন সম্ভাবনা জটিল হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CBI, Tapas Paul