• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • রোজভ‍্যালি তদন্তে অতিরিক্ত চার্জশিট, জটিল হতে চলেছে সুদীপের জামিন সম্ভাবনা

রোজভ‍্যালি তদন্তে অতিরিক্ত চার্জশিট, জটিল হতে চলেছে সুদীপের জামিন সম্ভাবনা

রোজভ‍্যালি তদন্ত কোন পথে তার উত্তর মিলতে পারে মঙ্গলবারই।

রোজভ‍্যালি তদন্ত কোন পথে তার উত্তর মিলতে পারে মঙ্গলবারই।

রোজভ‍্যালি তদন্ত কোন পথে তার উত্তর মিলতে পারে মঙ্গলবারই।

 • Share this:

  #কলকাতা: রোজভ‍্যালি তদন্ত কোন পথে তার উত্তর মিলতে পারে মঙ্গলবারই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেফতারের পর রোজভ‍্যালি কাণ্ডে প্রথম অতিরিক্ত চার্জশিট দিতে চলেছে সিবিআই। ওড়িশা আদালতে চার্জশিট পেশ করা হতে পারে বলে সিবিআই সূত্র খবর। চার্জশিটে নাম থাকলে জামিন পাওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়বে জেলে বন্দী ২ তৃণমূল সাংসদের। রোজভ‍্যালি মামলায় দুই তৃণমূল সাংসদের গ্রেফতারির পর প্রায় তিনমাস কেটে গিয়েছে। ইতিমধ‍্যেই ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়। মে-র প্রথম সপ্তাহে সেই জামিনের শুনানি। চার্জশিটে নাম থাকলে সুদীপের জামিন সম্ভাবনা জটিল হতে পারে। - ওড়িশার আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই - ২ তৃণমূল সাংসদ গ্রেফতারের পর প্রথম চার্জশিট - চার্জশিটে নাম থাকতে পারে জেলবন্দী ২ তৃণমূল সাংসদের - থাকতে পারে বেশ কিছু নতুন কিছু নামও দুই তৃণমূল সাংসদই অসুস্থ হয়ে ওড়িশার বেসরকারি হাসপাতালে ভর্তি। ওড়িশায় হাসপাতালে গিয়ে সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়কে দেখে এসেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তদন্ত অগ্রগতি হচ্ছে, চার্জশিটকে হাতিয়ার করে আদালতে এমন দাবি করতে পারে সিবিআই।

  First published: