#কলকাতা: CAA-NRC বিরোধিতায় কলকাতা বইমেলায় তুলকালাম ৷ সেই আঁচে পুড়ল বিধাননগর থানাও ৷ অভিযোগ, বইমেলা থেকে আটক বিক্ষোভকারীদের ছাড়ার দাবি নিয়ে থানায় তাণ্ডব চালান বিক্ষোভকারীরা ৷ পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ৷ একইসঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মহিলা পুলিশকর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ৷CAA-NRC-র বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। শনিবার কলকাতা বইমেলায় নজিরবিহীন ঘটনা। বিজেপি নেতা রাহুল সিনহাকে সামনে পেতেই উত্তেজনা। জনবার্তা শিবিরে বিজেপি কর্মীদের সঙ্গে পড়ুয়াদের হাতাহাতি। সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও পড়ুয়াদের দফায় দফায় হল ধস্তাধস্তি। ঘটনাকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। আটক দু’পক্ষের প্রায় পঞ্চাশ জন। এরপরই বইমেলায় বিক্ষোভকারীদের ছাড়ার দাবিতে থানায় বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ ডিউটি অফিসারের উপর হামলার অভিযোগ ৷ থানায় উপস্থিত পুলিশকর্মীকে টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ ৷ চলে কিল-চড়-ঘুষিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 44th Kolkata Book Fair, Bidhan nagar police station, BJP, BJP leader Rahul Sinha, Book fair, CAA, CAA protest, Kolkata Book fair, Lady Officer Assult, NRC, Rahul Sinha