তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য দফতর
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে ৷
#কলকাতা: যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ ৷ এই নিয়ে বেশ চিন্তিত ওয়াকিবহাল মহল ৷ তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে শিশুরা বলে অনুমান করা হচ্ছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই চিন্তিত সব মহলই ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে (Coronavirus 2nd Wave) নাভিঃশ্বাস উঠছে গোটা দেশের। এবার সেই মারণ ভাইরাসের থাবা পড়তে চলেছে শিশুদের উপরে ৷ তাই আগে থেকেই একাধিক সতর্কতা মেনে চলতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷
তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় দেহে করোনা প্রতিরোধ গড়ে তুলতে শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য দফতর৷ ১-১২ বছর বয়সী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি শিশুর সঙ্গে হাসপাতালে যিনি থাকবেন, তাঁরও দু’বেলার খাবার হাসপাতাল থেকে দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন ৷
advertisement
খাদ্য তালিকায় পাঁউরুটি, ডিম সেদ্ধ, কলা, মাছ, মুরগির মাংস, ভাত, ডাল, শাক সবজি, ফল, দই,সুজি রাখা হয়েছে ৷
advertisement
স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোর মরসুমে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর এই তৃতীয় ঢেউরে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ এখনও তাদের টিকার আওতায় আনা যায়নি। ফলে গোটা দেশজুড়ে শিশুদের স্বাস্থ্য পরিষেবা কাঠামো বাড়ানোর বিষয়ে নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যাতে তাদের টিকাকরণ শুরু করে দেওয়া যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 3:33 PM IST