ডিএ নিয়ে বিবৃতিতেও সেই কেন্দ্রীয় বঞ্চনার কথাই শোনালেন মন্ত্রীরা
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ডিএ-র দাবি নিয়ে আন্দোলনের সময় সরকারি কর্মীদের এভাবে গ্রেফতার করার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
#কলকাতা: ডিএ দেওয়া নিয়ে অবহেলা করা হচ্ছে এমনটা নয়। মুখ্যমন্ত্রী চিরকালীন স্নেহশীল। ডিএ নিয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে বিধানসভায় এমনই সব মন্তব্য করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সেচ এবং জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়া।
গত বুধবার ডিএ-র দাবিতে একযোগে বিধানসভা অভিযানে নামে ২৭টি বাম সংগঠন। ধর্মতলা থেকে মিছিল এগোতেই ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বহু সরকারি কর্মী। লাল ঝাণ্ডা হাতে পুলিশের সঙ্গে হাতাহাতি করতে দেখা যায় বহু প্রবীণ সরকারি কর্মীকেও। ঘটনার জেরে গ্রেফতার হন ৪৭ জন আন্দোলনকারী।
ডিএ-র দাবিতে আন্দোলনের সময় সরকারি কর্মীদের এভাবে গ্রেফতার করার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
এরপরেই শুক্রবার বিধানসভায় ডিএ নিয়ে সরকারের অবস্থান জানাতে দেখা গেল দুই মন্ত্রীকে। ডিএ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা ডিএ নিয়ে সংবেদনশীল। ডিএ কত বাকি আছে তা ওঁরা বলবেন। আমরা বলব, এটা বিচার্য বিষয়। আমরা আবেদন করব। বিচারপতির মনে হলে তা বাতিল করে দেবেন।"
advertisement
পাশাপাশি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুলে বিরোধীদের উদ্দেশ্যেও নরম গরম প্রত্যুত্তর দেন চন্দ্রিমা। ডিএ-কে সরকারি কর্মচারীদের 'মৌলিক অধিকার' হিসাবে বারবার উল্লেখ করছেন বিরোধীরা। এ নিয়ে মন্ত্রী বলেন, "মৌলিক অধিকারের পাশাপাশি, বিরোধীদের মৌলিক দায়িত্বর বিষয়টিও মনে রাখতে হবে। আমার আবেদন এই ব্যাপারে তারা সচেতন হবেন।"
advertisement
advertisement
সেচমন্ত্রীর দাবি, কেন্দ্রের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা পায় রাজ্য। অথচ, রাজ্যের সেই হকের পাওনাই কেন্দ্র তাঁদের দিচ্ছে না। নানা অনুষ্ঠানে, এমনকি, বিধানসভার বিবৃতিতেও কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন সেই একই সুর শোনা গেল মানস ভুঁইয়ার বক্তব্যেও। মানস বলেন, "যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে ১০০ দিনের কাজে শ্রেষ্ঠ রাজ্য বলে পুরস্কৃত করে, সেই কেন্দ্রই ১০০ দিনের কাজের ৬৭০০ কোটি টাকা আটকে রেখেছে। রাজ্যের গলা টেপা হচ্ছে।"
advertisement
রাজনীতির কারবারিরা বলছেন, তাহলে কি বর্ধিত হারে মহার্ঘ ভাতা না দিতে পারার সমস্যাও শেষমেশ কেন্দ্রের ঘরেই ঠেলছে রাজ্য?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 6:14 PM IST