Chandan Mishra Shootout Update: নিউ টাউনের পর আনন্দপুরের গেস্ট হাউজ! পটনার হাসপাতালে শ্যুটআউট কাণ্ডে আটক আরও ৪ সন্দেহভাজন

Last Updated:

শনিবার ভোরেই নিউ টাউনের অভিজাত সুখবৃষ্টি আবাসন থেকে পটনার হাসপাতালের এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আচক করে পুলিশ৷

আনন্দপুরের সেই গেস্ট হাউজের বাইরে পুলিশ৷
আনন্দপুরের সেই গেস্ট হাউজের বাইরে পুলিশ৷
পটনার হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রের শ্যুট আউটের ঘটনায় কলকাতা থেকে আরও চারজন সন্দেহভাজনকে আটক করল পুলিশ৷ নিউ টাউনের পর এবার দক্ষিণ কলকাতার আনন্দপুর থেকে এক মহিলা সহ এই চার সন্দেহভাজনকে আটক করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷ আনন্দপুরের একটি গেস্ট হাউজে এই চার সন্দেহভাজন লুকিয়ে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর৷
শনিবার ভোরেই নিউ টাউনের অভিজাত সুখবৃষ্টি আবাসন থেকে পটনার হাসপাতালের এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আচক করে পুলিশ৷ পশ্চিমবঙ্গ এবং বিহার পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে এই চার জনকে আটক করা হয়৷
পটনার হাসপাতালের আইসিইউ-এর এই শ্যুটআউটের ঘটনায় গোটা দেশে শিউরে উঠেছে৷ মনে করা হচ্ছে, বিহারে এই অপারেশনের পর কলকাতাতে এসেই ঘাঁটি গেড়েছিল অপরাধীরা৷
advertisement
advertisement
সূত্রের খবর, শুক্রবার সন্ধে ছটা নাগাদ ওই চারজন কলকাতায় ডাক্তার দেখাতে এসেছেন বলে আনন্দপুরের ওই গেস্ট হাউজে এসে দুটি ঘর ভাড়া নেন৷ এক মহিলা এবং তিন জন পুরুষ দুটি ঘরে ছিলেন৷ এ দিন দুপুরে পুলিশ এসে ওই চারজনকে আটক করে নিয়ে যায়৷ তার আগে পর্যন্ত ওই চারজন ঘর থেকে বেরোননি বলেই গেস্ট হাউজের কর্মীরা জানিয়েছেন৷
advertisement
বিহারের পটনার পারস হাসপাতালে শুটআউট ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে বিহারের এসটিএফ। পাটনায় হাসপাতালের আইসিইউতে ঢুকে গুলি চালিয়ে বিচারাধীন বন্দিকে খুন করে কিছু দুষ্কৃতী।
নিউ টাউন এলাকার সুখবৃষ্টি নামক আবাসনের ২টি ফ্ল্যাট থেকে ৪ জনকে আটক করা হয়। এম ৭৩ বিল্ডিংয়ের ৪০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জন এবং এম ৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জনকে আটক করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandan Mishra Shootout Update: নিউ টাউনের পর আনন্দপুরের গেস্ট হাউজ! পটনার হাসপাতালে শ্যুটআউট কাণ্ডে আটক আরও ৪ সন্দেহভাজন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement