Chandan Mishra Shootout Update: নিউ টাউনের পর আনন্দপুরের গেস্ট হাউজ! পটনার হাসপাতালে শ্যুটআউট কাণ্ডে আটক আরও ৪ সন্দেহভাজন

Last Updated:

শনিবার ভোরেই নিউ টাউনের অভিজাত সুখবৃষ্টি আবাসন থেকে পটনার হাসপাতালের এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আচক করে পুলিশ৷

আনন্দপুরের সেই গেস্ট হাউজের বাইরে পুলিশ৷
আনন্দপুরের সেই গেস্ট হাউজের বাইরে পুলিশ৷
পটনার হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রের শ্যুট আউটের ঘটনায় কলকাতা থেকে আরও চারজন সন্দেহভাজনকে আটক করল পুলিশ৷ নিউ টাউনের পর এবার দক্ষিণ কলকাতার আনন্দপুর থেকে এক মহিলা সহ এই চার সন্দেহভাজনকে আটক করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷ আনন্দপুরের একটি গেস্ট হাউজে এই চার সন্দেহভাজন লুকিয়ে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর৷
শনিবার ভোরেই নিউ টাউনের অভিজাত সুখবৃষ্টি আবাসন থেকে পটনার হাসপাতালের এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আচক করে পুলিশ৷ পশ্চিমবঙ্গ এবং বিহার পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে এই চার জনকে আটক করা হয়৷
পটনার হাসপাতালের আইসিইউ-এর এই শ্যুটআউটের ঘটনায় গোটা দেশে শিউরে উঠেছে৷ মনে করা হচ্ছে, বিহারে এই অপারেশনের পর কলকাতাতে এসেই ঘাঁটি গেড়েছিল অপরাধীরা৷
advertisement
advertisement
সূত্রের খবর, শুক্রবার সন্ধে ছটা নাগাদ ওই চারজন কলকাতায় ডাক্তার দেখাতে এসেছেন বলে আনন্দপুরের ওই গেস্ট হাউজে এসে দুটি ঘর ভাড়া নেন৷ এক মহিলা এবং তিন জন পুরুষ দুটি ঘরে ছিলেন৷ এ দিন দুপুরে পুলিশ এসে ওই চারজনকে আটক করে নিয়ে যায়৷ তার আগে পর্যন্ত ওই চারজন ঘর থেকে বেরোননি বলেই গেস্ট হাউজের কর্মীরা জানিয়েছেন৷
advertisement
বিহারের পটনার পারস হাসপাতালে শুটআউট ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে বিহারের এসটিএফ। পাটনায় হাসপাতালের আইসিইউতে ঢুকে গুলি চালিয়ে বিচারাধীন বন্দিকে খুন করে কিছু দুষ্কৃতী।
নিউ টাউন এলাকার সুখবৃষ্টি নামক আবাসনের ২টি ফ্ল্যাট থেকে ৪ জনকে আটক করা হয়। এম ৭৩ বিল্ডিংয়ের ৪০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জন এবং এম ৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জনকে আটক করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandan Mishra Shootout Update: নিউ টাউনের পর আনন্দপুরের গেস্ট হাউজ! পটনার হাসপাতালে শ্যুটআউট কাণ্ডে আটক আরও ৪ সন্দেহভাজন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement