কোর্টের ধমকে ফিরল হুঁশ, অবশেষে আধার পাচ্ছেন বেহালার সনৎ মিত্র

Last Updated:

কোর্টের ধমকে ফিরল হুঁশ, অবশেষে আধার পাচ্ছেন বেহালার সনৎ মিত্র

#কলকাতা: আধার মামলায় হাইকোর্টের ধমকে হুঁশ ফিরল কেন্দ্রের। আধার কার্ড পাচ্ছেন সেরিব্রাল পলসিতে আক্রান্ত বেহালার বড়িশার কৈলাশ ঘোষ স্ট্রিটের বাসিন্দা সনৎ মৈত্র। সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয় সনতের আধার তথ্য নথিভুক্তিকরণ সম্পূর্ণ।
আধার কার্ড না পাওয়ায় মামলা করে সেরিব্রাল পলসিতে আক্রান্ত সনৎ মৈত্রের পরিবার। সেই মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা করে হাইকোর্ট। ১৩ নভেম্বরের মধ্যে কেন্দ্রের কাছে কৈফিয়ত তলব করে উচ্চ আদালত। তারপরেই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। শনিবার, সনতের বাড়ি গিয়ে ছবি তোলা হয়। নেওয়া হয় চোখের মণির ছবি ও হাতের ছাপ। সনৎ ডাকযোগে আধার কার্ড পাবেন বলে জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোর্টের ধমকে ফিরল হুঁশ, অবশেষে আধার পাচ্ছেন বেহালার সনৎ মিত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement