Central Team in Bengal: রাজ্যে এল কেন্দ্রীয় দল, বেছে-বেছে অফিসার পাঠাল মোদি সরকার! কিন্তু কেন?

Last Updated:

Central Team in Bengal: ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাল মোদি সরকার। রবিবার রাতেই রাজ্যে এসেছে তাঁরা।

কলকাতা: রাজ্যে চলে এল কেন্দ্রীয় দল। ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত এখনও থামেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) 'অনুপস্থিতি' নিয়ে যে সংঘাত দানা বেঁধেছিল, তার জল গড়িয়েছে অনেক দূর। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসে রাজ্যের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করলেও কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য মিলেছে আপাতত মাত্র ২৫০ কোটি! আর এমনই এক পরিস্থিতিতে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাল মোদি সরকার। রবিবার রাতেই রাজ্যে এসেছে তাঁরা।
রবিবার রাতে রাজ্যে আসা কেন্দ্রীয় দলটি আগামী চার দিন ঘুরে দেখবে রাজ্যের একাধিক ইয়াস বিধ্বস্ত এলাকা। সোমবার থেকেই পাথরপ্রতিমা, গোসাবা, দিঘা সহ দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁদের। দলটি আসার আগেই তাঁদের পরিদর্শনের পূর্ণাঙ্গ সূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পাঠানো হয়েছিল নবান্নে।
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সাত সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি ছাড়াও থাকছে কৃষি দফতর, পরিবহন দফতর, গ্রামীণ উন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতর, মৎস্য দফতর ও অর্থ দফতরের প্রতিনিধিরা। আর বাংলায় আসা প্রতিনিধি দলটির গঠন কাঠামোই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন? কারণ ইয়াসের কারণে রাজ্য যে যে ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে, সেই প্রতিটি ক্ষেত্রের জন্যই সংশ্লিষ্ট দফতর থেকেই নির্দিষ্ট একজন করে প্রতিনিধিকে দলে অন্তর্ভূক্ত করেছে কেন্দ্রীয় সরকার।
advertisement
advertisement
ইতিমধ্যেই রাজ্যে ইয়াসে ত্রাণ নিয়ে একাধিক অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি। এমনকী প্রতিদিন নানা ইস্যুতে সুর চড়িয়েছে রাজ্যপালও। এমন এক পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আগমন নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফেও মুখে কুলুপ আঁটা হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে তাঁর বিরুদ্ধে কেন্দ্রের আনা শো-কজ নোটিশের উত্তর দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার একটি চার পাতার জবাবি চিঠি পাঠিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের জবাব ওই চিঠিতেই দিয়েছেন প্রাক্তন মুখ্য সচিব (WB Former Chief Secretary)। উল্লেখ্য যে বিষয়বস্তু নিয়ে চিঠি পাঠিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, সেই একই চিঠি একই বিষয়বস্তু দর্শিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Team in Bengal: রাজ্যে এল কেন্দ্রীয় দল, বেছে-বেছে অফিসার পাঠাল মোদি সরকার! কিন্তু কেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement