Central Forces: আজই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, এত দ্রুত কোথায়-কোথায় মোতায়েন? রইল তালিকা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sourav Tewari
Last Updated:
Central Forces: লোকসভা ভোটের নির্ঘণ্ট এখন ঘোষণার অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
কলকাতা: আজ, শুক্রবার রাজ্যে আসছে প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে আজই এসে পৌঁছবে বেশ কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ কেন্দ্রীয় বাহিনী আসবে। তারা এসেই প্রথমে নির্দিষ্ট থানায় রিপোর্ট করবে এবং পরবর্তী ক্ষেত্রে রুট মার্চ করা শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতাতেও আজ ঢুকবে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আরও ৩ কোম্পানি বাহিনী আসবে। এই পর্বে মোট ১০ কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়। যা অন্য জেলাগুলোর থেকে বেশি।
লোকসভা ভোটের নির্ঘণ্ট এখন ঘোষণার অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ধীরে ধীরে সমস্ত দলই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। এদিকে, নির্বাচন কমিশনের তরফেও তৎপরতা কম নেই। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখে নিতে পা রাখছে বাংলায়। কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই বাংলায় পা রাখছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
advertisement
বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি এবং তার সংলগ্ন জেলাগুলিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের আস্থা তৈরিতে বাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর ও দক্ষিণ কলকাতার ডিইওরা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম এবং এসপি এবং আইজিরা উপস্থিত ছিলেন বৈঠকে। এই নির্বাচনে সিআরপিএফ রাজ্যে বাহিনী মোতায়েনের বিষয়ে নোডাল সংস্থা হবে।
advertisement
জানা গিয়েছে, প্রথম দফায় ১০০ কোম্পানি আসছে রাজ্যে। পরে আরও ৫০ কোম্পানি ফোর্স নামতে চলেছে বাংলায়। উল্লেখ্য, লোকসভা ভোটের তারিখ ও গণনার ফলাফলের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রতি জেলায় অন্তত ৫ কোম্পানি করে রাখতে চাইছে কমিশন। তবে কিছু জেলায় কম সংখ্যক কোম্পানি থাকতে পারে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে পুলিশ সুপারের অধীনে। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 10:12 AM IST