লালার এক বছরের কল রেকর্ড CBI-র হাতে, সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

Last Updated:

লালার কল রেকর্ডে Ips থেকে নিচু তলার পুলিশ কর্মী, রাজনৈতিক নেতা, ব্যাবসায়ী...সবার নম্বর থাকার সম্ভাবনা জোরালো।

#কলকাতা: অনুপ মাজি ওরফে লালার শেষ এক বছরের cdr বা কল ডেটা রেকর্ড হাতে পেল CBI। কাদের সঙ্গে কথোপকথন হয়েছে দীর্ঘ ১ বছরে, তারই বিশ্লেষণ চলছে নিজাম প্যালেসে। CBI সূত্রে জানা গিয়েছে, টেলিমন্ত্রককে আগের সপ্তাহে চিঠি দেওয়া হয়েছিল। সেই আর্জি মঞ্জুর করে CBI। এরপর শনিবার রাতে সেই রেকর্ড হাঁতে পায় CBI। কোনও প্রভাবশালীদের সঙ্গে লালার কথা হত কিনা, তা এখান থেকেই স্পষ্ট হবে বলে দাবি গোয়েন্দাদের।
CBI সূত্রে খবর, এই রেকর্ডে Ips থেকে নিচু তলার পুলিশ কর্মী, রাজনৈতিক নেতা, ব্যাবসায়ী...সবার নম্বর থাকার সম্ভাবনা জোরালো। এয়ারটেল, ভোডাফোন-সহ চারটি সংস্থার নম্বর ব্যবহার করত লালা। সেই সমস্ত কল রেকর্ড পেয়েছেন গোয়েন্দারা।
এ দিকে, সোমবার চক্রের পান্ডা অনুপ মাঝি ওরফে লালাকে তলব করেছে CBI।   তাই জেরার আগে সব তথ্য প্রস্তুত হয়ে নামতে চাইছেন গোয়েন্দারা। তদন্তে উঠে এসেছে, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা। প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে প্রথমে তদন্তে নামে আয়কর দফতর। ফলে তারা তদন্ত করে যে তথ্যপ্রমাণ বা নথি পেয়েছে সে সব জানতে চেয়ে আয়কর দফতরকে চিঠি দিয়েছে সিবিআই। সেই ফাইল হাতে আসার পর শুরু হয়েছে তৎপরতা। শনিবার CBI গোয়েন্দারা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তল্লাশি অভিযান শুরু করেন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, রানিগঞ্জ, দুর্গাপুর, আসানসোল–সহ রাজ্যের ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয়।
advertisement
advertisement
SUKANTA MUKHERJEE
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লালার এক বছরের কল রেকর্ড CBI-র হাতে, সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement