নারদকাণ্ডে তদন্ত শেষে সিবিআইয়ের FIR প্রস্তুতি
Last Updated:
নারদকাণ্ডে FIR করতে চলছে CBI ৷ এখন শুধু অপেক্ষা রাজধানীর সবুজ সঙ্কেতের ৷
#কলকাতা: নারদকাণ্ডে FIR করতে চলছে CBI ৷ এখন শুধু অপেক্ষা রাজধানীর সবুজ সঙ্কেতের ৷ কোর্টের নির্দেশ মতোই শনিবার থেকেই নারদ নিয়ে প্রাথমিক তদন্তে নেমে পড়েছ সিবিআই ৷ তদন্তে শেষে এখন FIR দায়েরের প্রস্তুতি ৷
দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বৈঠকে চুড়ান্ত হবে FIR-এর বয়ান ৷ FIR-এ কাদের নাম রাখা হবে সেই নিয়েই চুড়ান্ত আলোচনা ৷ সূত্রের খবর, PC অ্যাক্টে অভিযোগ আনছে CBI ৷ দুর্নীতি দমন আইনের ৭,১১,১৩ ধারায় মামলা করা হতে পারে ৷ ম্যাথুর নামও থাকতে পারে এফআইআরে ৷ সেই নিয়ে দফায় দফায় দিল্লি ও কলকাতার চলছে বৈঠক ৷ অন্যদিকে, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রয়েছে নারদ মামলার শুনানি ৷
advertisement
নারদ তদন্তে প্রাথমিক তালিকা তৈরি করেছে সিবিআই। কোন দিন ম্যাথ্যু স্যামুয়েল কার কার সঙ্গে দেখা করেছেন। কে কত টাকা নিয়েছেন। কী কী কথা হয়েছে তার ইংরেজি ও হিন্দি অনুবাদসহ এই নথির ভিত্তিতেই এফআইআর করার প্রস্তুতি নিয়েছে সিবিআই। আর ম্যাথুর দেওয়া সেই তালিকা ও তথ্য নিয়েই ইটিভি নিউজ বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।
advertisement
advertisement
দেখে নিন এক নজরে,
২৩ মার্চ, ২০১৪
প্রথম স্টিং অপারেশন। পরদিন হোটেল টিউলিপে একটি যোগাযোগ দিয়ে পৌঁছনোর চেষ্টা নেতাদের কাছে
৫ এপ্রিল, ২০১৪
সুলতান আহমেদ ৫ লক্ষ টাকা ভাইকে দিতে বলেন
১১ এপ্রিল, ২০১৪
৪ লক্ষ টাকা নেন ইকবাল আহেমেদ
১৩ এপ্রিল, ২০১৪
শুভেন্দু অধিকারী হলদিয়া অফিসে বসে ৫ লক্ষ টাকা নেন
১৫ এপ্রিল, ২০১৪
৫ লক্ষ টাকা নেন কাকলী ঘোষ দস্তিদার
advertisement
১৬ এপ্রিল, ২০১৪
প্রসূন বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষ টাকা নেন
নিজের জন্য ৫ লক্ষ ও সুব্রত মুখোপাধ্যায়ের নাম করে আরও ১ লক্ষ টাকা নেন ইকবাল আহমেদ
১৭ এপ্রিল, ২০১৪
টাইগারের মাধ্যমে মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের পাকা কথা। বিনিময়ে টাইগার আগেই ১ লক্ষ টাকা নেয়।
১৮ এপ্রিল, ২০১৪
আইপিএস মির্জা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক ঠিক করে দেন
advertisement
২৫ এপ্রিল, ২০১৪
মদন মিত্র ৫ লক্ষ টাকা নেন
মুকুল রায় টাকা দিতে বলেন মির্জার কাছে
২৬ এপ্রিল, ২০১৪
অপরূপা পোদ্দার ৩ লক্ষ টাকা নেন
২৭ এপ্রিল, ২০১৪
৫ লক্ষ টাকা নেন সৌগত রায়
১ মে, ২০১৪
৪ লক্ষ টাকা নেন শোভন চট্টোপাধ্যায়
২ মে, ২০১৪
ববি হাকিম ৫ লক্ষ টাকা নেন
সিবিআইয়ের এই তালিকায় আরও কিছু নাম রয়েছে। তবে গুরুত্বপূর্ণ এগুলিই। আর ম্যাথ্যুর দেওয়া তথ্য অনুসারে সব মিলিয়ে এর জন্য ব্যয় হয় প্রায় ৮০ লক্ষ টাকা। টাকা দেন তৃণমূলেরই এক সময়ের সাংসদ কে ডি সিং। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এই ঘটনায় এফআইআর করে তদন্ত করলেও তা কি আদৌ দুর্নীতি বা অপরাধ বলে গণ্য হবে?
advertisement
বিশেষজ্ঞদের মতে, মূল্যবান দ্রব্য বা সম্পত্তির বিনিময়ে কাউকে অন্যায় সুযোগ পাইয়ে দিলেই তা আইনঅনুসারে দুর্নীতি বা অপরাধ বলে গণ্য হবে ৷ এক্ষেত্রে এই টাকা দেওয়ায় লেনদেন সম্পূর্ণ হল না ৷ অর্থাৎ ওই নেতা বা মন্ত্রীরা কেউ ঘুষের বিনিময়ে কোনও বাড়তি সুবিধা দিলে তবে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলা যেত ৷ বঙ্গারু লক্ষ্মণের ক্ষেত্রে যে কারণে দোষ প্রমাণিত হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 21, 2017 1:23 PM IST