আর জি কর মামলা গুটিয়ে আনতে চাইছে সিবিআই, কোন অভিযোগে অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
এর আগে, সিবিআই আধিকারিকরা আদালতে জানিয়েছিল প্রথম পর্যায়ের তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটের ভিত্তিতে গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত চলছে বলে আদালতে জানানো হয়েছিল, তা শেষ করতে চলেছে সিবিআই।
কলকাতা: আর জি কর দুর্নীতি মামলার তদন্ত এবার গুটিয়ে আনতে চাইছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। আর তাই এবার দ্বিতীয় পর্যায়ের তদন্তও শেষ করতে চলেছে বলেছে সিবিআই।
এর আগে, সিবিআই আধিকারিকরা আদালতে জানিয়েছিল প্রথম পর্যায়ের তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটের ভিত্তিতে গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত চলছে বলে আদালতে জানানো হয়েছিল, তা শেষ করতে চলেছে সিবিআই।
শুক্র সকালেই অতীন ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। এর আগে সুদীপ্ত রায়ের পর এবার অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। তিনি আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। সিবিআই সূত্রের খবর তাঁকে দুর্নীতি বিষয়ক তথ্য যাচাইয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
advertisement
সিবিআই সূত্রে খবর, দুর্নীতি মামলা যখন সামনে আসে তখন চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমার ক্যাফেটেরিয়ার তথ্য উঠে এসেছিল। অভিযোগ, বেআইনি ভাবে ক্যাফে করেছিলেন তাঁরা। আর তাঁদের এই ক্যাফের জন্য অতীন ঘোষের সুপারিশ ছিল। এই বিষয়টিও উঠে আসে। সেই বিষয়েই এবার তথ্য যাচাই করতে চাইছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 4:35 PM IST