নারদকাণ্ডে এবার মামলাকারীদেরই তলব সিবিআইয়ের

Last Updated:

নারদকাণ্ডে এবার মামলাকারীদেরই তলব সিবিআইয়ের

#কলকাতা: নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধানে নেমে ম্যাথুর পর মামলাকারীদেরই তলব করল সিবিআই ৷ লোকসভা ভোটের আগে চাঞ্চল্যকর নারদ ফুটেজ প্রকাশ্যে আসার পর সত্য জানতে চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ব্রজেশ ঝা, অমিতাভ চক্রবর্তী ও অক্ষয় সারেঙ্গি ৷
এবার তদন্ত এগোতে এই মধ্যে দুই মামলাকারী, ব্রজেশ ঝা ও অমিতাভ চক্রবর্তীকে  রবিবার নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সূত্রের খবর, কেন মামলা? এবং কোথা থেকে তথ্য মিলল? মূলত এই নিয়েই মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা ৷
নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু সিবিআইয়ের। ব্যাঙ্কে রাখা স্টিং অপারেশনের ফুটেজ শনিবার হেফাজতে নেন তদন্তকারীরা। হেফাজতে নেওয়া হয় ম্যাথুর ফোন-ল্যাপটপ-পেন ড্রাইভ এবং হার্ড ডিস্কও। নারদে দেখানো টাকা ঘুষ না নির্বাচনী অনুদান? স্টিং অপারেশনের সাত ঘণ্টার ফুটেজ খতিয়ে দেখেই এবিষয়ে নিশ্চিত হতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
advertisement
ডেডলাইন সোমবার। তার মধ্যে শেষ করতে হবে নারদ-অনুসন্ধানের প্রাথমিক পর্ব। হাইর্কোটের নির্দেশের পর শুক্রবারই নারদকাণ্ডের প্রাথমিক অনুসন্ধান শুরু করে দেয় সিবিআই। শুক্রবার রাতে অনুসন্ধানের ব্লু-প্রিন্ট ছকে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৈরি হয় আট সদস্যের বিশেষ টিম। শনিবার সকাল থেকে শুরু হয় অপারেশন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে এবার মামলাকারীদেরই তলব সিবিআইয়ের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement