হোম /খবর /কলকাতা /
বাড়ি বাড়ি ঘুরে কথা বলছে সিবিআই, উঠে আসছে নজিরবিহীন অভিযোগ

CBI| Vote Violence investigation| বাড়ি বাড়ি ঘুরে কথা বলছে সিবিআই, উঠে আসছে নজিরবিহীন অভিযোগ

অভিযোগকারীদের বাড়ি বাড়ি ঘুরে কথা শুনছে সিবিআই। বাইরে প্রহরায় সিআরপিএফ।

অভিযোগকারীদের বাড়ি বাড়ি ঘুরে কথা শুনছে সিবিআই। বাইরে প্রহরায় সিআরপিএফ।

CBI| Vote Violence investigation| ষাটটি মামলা  অভিযোগ এসেছে এখনও পর্যন্ত সিবিআইতে | সতেরোটি জেলা থেকে এসেছে অভিযোগ  | 

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যের ভোট পরবর্তী  হিংসার মামলায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করল  সিবিআই। এখনও পর্যন্ত  যে সব জেলায় সিবিআই  টিম গিয়েছে (ভাটপাড়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, সহ একাধিক জায়গায় ) সেই সব জায়গাতে অধিকাংশ জায়গাতে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কথা জানিয়েছেন অভিযোগকারীর  পরিবার  সিবিআই টিমের কাছে। স্থানীয় পুলিশের উপর ভরসা নেই, অভিযোগকারীদের দাবি সিবিআইয়ের কাছে।

তাঁদের  আরোও অভিযোগ, রাজ্যের  ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তরা কিছু  মামলায়  গ্রেপ্তার হলেও,  সামগ্রিক  ভাবে   অভিযুক্তদের অনেককেই অধিকাংশ ক্ষেত্রে পলাতক দেখানো হয়েছে। অথচ নিগ্রহের শিকার হয়েছেন, এমন পরিবারের   দাবি  ওই সব অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুন-কাবুল বিস্ফোরণের প্রত্যাঘাত, আফগানিস্তানে ড্রোন হানা মার্কিন সেনাবাহিনীর

সিবিআই সূত্রে খবর,  এখনও পর্যন্ত  মোট  ষাটটি মামলার কেস ডিটেলস  নথি এসেছে সিবিআইয়ের কাছে। মোট  সতেরোটি জেলা থেকে এখনও পর্যন্ত রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলা  নথি পাঠানো হয়েছে সিবিআইতে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যারা ইতিমধ্যেই  জেলে  আছে, সেইসব অভিযুক্তদের জেলে  গিয়ে জেরা  করবেন সিবিআই কর্তারা  তদন্তের প্রয়োজনীয়তার ক্ষেত্রে।

সিবিআই যুক্তি হিসেবে বলছে, বেশির ভাগ কেসেই ১৪ দিন হয়ে গিয়েছে। ফলে একই কেসে দুবার হেফাজতে নেওয়া যায়না। ভিন্ন কেসে  নেওয়া যায়,  কিন্তু  রাজ্যর জেলায়  কেস ও সিবিআই-এর একই কেস ফলে  সিবিআই  হেফাজতে নিয়ে জেরা করতে পারবে না।

উল্লেখ্য হাইকোর্ট মোট ১২৪ টা মামলা সিবিআই-কে দেখতে বলেছে। ৫২ টি খুন, খুনের চেষ্টা, অস্বাভাবিক মৃত্যু রয়েছে তার মধ্যে। এর মধ্যে ৭২ ধর্ষণ, মহিলাদের সম্ভ্রমহানির ঘটনা রয়েছে। রাজ্য জানিয়েছে ৫২ জায়গায় সংখ্যাটা ৪৪ হবে, বাকি ৮ টায় কোনও তারিখ নেই অভিযোগপত্রে। আর ৭২ ধর্ষণের ঘটনার ৯ টি ক্ষেত্র বিবেচিত হবে না  কারণ এই ৯টাতে কোনও তারিখ নেই অভিযোগপত্রে। রাজ্যের আপত্তি মেনে নিলে মোট কেস সিবিআই পাবে ১০৭ টা কেস।  ১৯ অগাস্ট নির্দেশের দিন পর্যন্ত সংখ্যা আরও বাড়বে সিবিআই চাইলে।

-ARPITA HAZRA

Published by:Arka Deb
First published:

Tags: CBI, Vote Violence