#কলকাতা: নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে ই-মেলের মাধ্যমে ১২ টি প্রশ্ন পাঠিয়ে, তাঁর জবাব জানতে চেয়েছে সিবিআই ৷ প্রথমে মুখোমুখি বয়ান রেকর্ডের কথা থাকলেও পরে নারদকর্তাকে ই-মেলে প্রশ্নমালা পাঠিয়ে জবাব তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
এই মুহূর্তে কোচিনে রয়েছেন ম্যাথু ৷ সেখান থেকেই ই-মেল মারফত প্রশ্নের জবাব দেবেন নারদ কর্তা ৷ প্রথমে ম্যাথু স্যামুয়েলকে ফোন করে নথি হস্তান্তরের নির্দেশ দেয় সিবিআই ৷ সেই মতো এদিন নারদ ডট কমের দিল্লির অফিস থেকে স্টিং অপারেশনে ব্যবহৃত সমস্ত যন্ত্র ও নথি তুলে দেওয়া হবে সিবিআই প্রতিনিধিদের হাতে ৷
অন্যদিকে, নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধানে নেমে ম্যাথুর পর নারদ স্টিং নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা মামলাকারীদেরই তলব করল সিবিআই ৷
নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু সিবিআইয়ের। ব্যাঙ্কে রাখা স্টিং অপারেশনের ফুটেজ শনিবার হেফাজতে নেন তদন্তকারীরা। হেফাজতে নেওয়া হয় ম্যাথুর ফোন-ল্যাপটপ-পেন ড্রাইভ এবং হার্ড ডিস্কও। নারদে দেখানো টাকা ঘুষ না নির্বাচনী অনুদান? স্টিং অপারেশনের সাত ঘণ্টার ফুটেজ খতিয়ে দেখেই এবিষয়ে নিশ্চিত হতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ডেডলাইন সোমবার। তার মধ্যে শেষ করতে হবে নারদ-অনুসন্ধানের প্রাথমিক পর্ব। হাইর্কোটের নির্দেশের পর শুক্রবারই নারদকাণ্ডের প্রাথমিক অনুসন্ধান শুরু করে দেয় সিবিআই। শুক্রবার রাতে অনুসন্ধানের ব্লু-প্রিন্ট ছকে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৈরি হয় আট সদস্যের বিশেষ টিম। শনিবার সকাল থেকে শুরু হয় অপারেশন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Mathew Samuel, Narada CEO, Narada Sting Investigation