#কলকাতা: লেকটাউনের দক্ষিণ দাড়ি অভিজাত আবাসনের তালা খুলে ভিতরে প্রবেশ করে এই মুহূর্তে দীর্ঘ তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। প্রত্যেকটি ঘরে চিরুনি তল্লাশি করছে এই মুহূর্তে সিবিআই টিম। রবিবার সকাল থেকেই সারা রাজ্যে তোলপাড় ফেলেছে সিবিআই টিম। শুরু হয়েছে জোরদার তল্লাশি জেলা থেকে শহর কলকাতা জুড়ে।
সূত্রের খবর, চিটফান্ডকাণ্ডে এ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। শহর কলকাতায় সুবোধ অধিকারীর একাধিক বাড়ি এবং ফ্ল্যাটে আজ দফায় দফায় চলে সিবিআই হানা। একাধিক বিলাসবহুল আবাসনে সুবোধের ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। হালিশহরে সুবোধের বাড়ি ছাড়াও কলকাতায় তাঁর তিনটি ফ্ল্যাটে হানা দেয় সিবিআই আধিকারিকরা। টালা পার্ক, পাইকপাড়া এবং লেক টাউন ফ্ল্যাটে চলে তল্লাশি। সুবোধের সহায়ক অভিজিৎ শিকদারের বাড়িতেও হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের।
সুবোধ অধিকারীর দক্ষিণ দাড়ির ফ্ল্যাট তালা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে সিবিআই টিম। বিকালে পরিবারের সদস্যরা চাবি নিয়ে এলে তারপর তল্লাশি অভিযান শুরু হয়। লেকটাউনের কাছে দক্ষিণ দাড়িতে এক একটি ফ্লাট প্রায় ৩ লক্ষ টাকা মূল্য। এত টাকার উৎস কোথায় তারও তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকরা।
কলকাতা সহ জেলায় জেলায় মোট সাত জায়গায় আজ হানা দিয়েছে সিবিআই। হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতারের ঘটনায় রাজু ঘনিষ্ঠ বিভিন্ন জায়গায় কাঁচরাপাড়া, হালিশহরে সিবিআই হানা। এমনকি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, তাঁর হালিশহরের বাড়িতেও সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যায়। তাৎপর্যপূর্ণভাবে এখানেই থেমে থাকেনি সিবিআই। বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের মঙ্গলদীপের বাড়িতেও পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও চলে লাগাতার তল্লাশি। সূত্রের খবর, কমল অধিকারী তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই।
আরও পড়ুন : ফের মুখ খুললেন মদন! 'কাকতালীয়' নয়... জন্মাষ্টমী শেষেও 'তাল' নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি!
জানা গিয়েছে, রবিবার সকালেই সিবিআই-এর একাধিক টিম হানা দেয় বিভিন্ন জায়গায়। রাজু সাহানিকে গ্রেফতারির পর তাঁর একটি থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মেলে। সিবিআই সূত্রে খবর, জেরায় রাজু জানিয়েছে, তাঁর থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে সুবোধ অধিকারীও। সেই সূত্রেই তাঁর বাড়িতে হানা বলে মনে করছে ওয়াকিবহল মহল। এদিকে, কাঁচরাপাড়া পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিংয়ের বাড়িতেও সিবিআই হানা হয়েছে। কলকাতাতেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Kolkata News, TMC MLA