নারদকাণ্ডে আরও ১৫ জনের তালিকা তৈরি করল CBI

Last Updated:

নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মোট ২৮ জনের তালিকা তৈরি করল CBI ৷ প্রত্যক্ষভাবে ১৩, পরোক্ষভাবে ১৫ জনের নাম রয়েছে সেই তালিকায় ৷

#কলকাতা: নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মোট ২৮ জনের তালিকা তৈরি করল CBI ৷ প্রত্যক্ষভাবে ১৩, পরোক্ষভাবে ১৫ জনের নাম রয়েছে সেই তালিকায় ৷ ফুটেজে দেখা গিয়েছে এমন ১৩ জনের বিরুদ্ধে সোমবারই প্রকাশ করা হয়েছিল৷ এছাড়াও তালিকায় আরও ১৫ জনের নাম তৈরি করা হল ৷ টেলিফোনে কথোপকথনের ভিত্তিতে তাঁদের নাম উঠে এসেছে ৷ আবার, বিভিন্ন প্রসঙ্গেও তাঁদের নাম উঠেছে ৷ আগামিদিনে কী অভিমুখে তদন্ত হবে? কীভাবে অভিযুক্তদের ডাকা হবে? সব বিষয় নিয়ে নিজাম প্যালেসে CBI-এর বৈঠক ৷ অভিযুক্তরা প্রভাবশালী বলেই সবদিক বিবেচনা করছে CBI ৷
নারদকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মেনে ১ মাসের মাথাতেই এফআইআর দায়ের করল সিবিআই। এফআইআরে তৃণমূল কংগ্রেসের ১২ জন শীর্ষনেতার নাম রয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাতে পারে সিবিআই।  দুর্নীতি দমন আইনেই এই এফআইআর দায়ের হয়েছে।প্রাথমিক তদন্তে নারদা স্টিং অপারেশনের ভিডিও-র সত্যতা প্রমাণিত। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। নারদা-র স্টিং ভিডিওতে যাদের টাকা নিতে দেখা গিয়েছে, তাদেরই নাম রয়েছে এফআইআরে। এর মধ্যে সাংসদ, মন্ত্রী ছাড়াও রয়েছে আইপিএস অফিসার। সাংসদদের মধ্যে রয়েছেন ৷
advertisement
এছাড়াও ১৫ জনের তালিকা তৈরি করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য ৷সোমবারই কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।এর পরে তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ ও বয়ান নথিভুক্ত করার জন্য ডাকা হবে ।
advertisement
দিল্লিতে দায়ের করা এই এফআইআরের ভিত্তিতেই আগামীদিনে নারদ তদন্ত চালাতে চায়  সিবিআই। ষড়যন্ত্র ছাড়াও ১৯৮৮ সালের প্রিভেনশন অফ করাপশন বা দূর্নীতি দমন আইনে এই মামলা করা হয়েছে।
advertisement
কোন ধারায় মামলা
১২০ বি - ষড়যন্ত্র
৭ পিসি আইন - সরকারি প্রতিনিধি হিসাবে টাকা নেওয়া
১৩ (২) - দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত হওয়া
১৩ - ১ (এ) ও (ডি) - ক্ষমতাবলে জনস্বার্থ বিরোধী দুর্নীতিতে যুক্ত হওয়া
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে আরও ১৫ জনের তালিকা তৈরি করল CBI
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement