Exclusive: CBI: সিবিআই অফিসারদের তদন্তের ক্লাস দিলেন উপেন বিশ্বাস, শুনল গোটা এজলাস!
- Published by:Suman Biswas
Last Updated:
উপেন সটান বিচারপতিকে বলেন, বাগদা রঞ্জনের আসলে চন্দন মণ্ডল
#কলকাতা: সিবিআই প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা উপেন বিশ্বাস তাঁর সোশ্যাল পোস্টে সামনে আনেন রাজ্যের প্রাথমিক নিয়োগের দুর্নীতির কিসসা। বাগদা রঞ্জন নামের সততায় ভরা পোস্ট আলোড়ন ফেলে দেয় রাজ্য জুড়ে।
সেই উপেন বিশ্বাস আজ কলকাতা হাইকোর্টে নিজে পৌঁছে যান। সাদা ধোপদুরস্ত পোশাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রথমেই পর্দাফাঁস করেন বাগদা রঞ্জনের। উপেন সটান বিচারপতিকে বলেন, বাগদা রঞ্জনের আসলে চন্দন মণ্ডল। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা আদালতে সঙ্গে সঙ্গে বলে দেন, এই চন্দন মণ্ডলের বিরুদ্ধেই তাদের মামলায় অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন উপেন বিশ্বাসকে,
advertisement
আপনি কেন ফেসবুক পোস্ট করে অভিযোগ করলেন? কেন পুলিশে অভিযোগ করলেন না কোনও ? কেন সৎ রঞ্জন বললেন?
advertisement
উপেনের স্ট্রেট ব্যাটে জবাব, ''মাই লর্ড, আমি হেল্পলেস ছিলাম। মাকড়সার জালে রঞ্জন একটা বিন্দু। মাকড়সার জালের এমন অনেক রঞ্জন তাদের খুঁজে বার করতে হবে। বাগদা রঞ্জন আসলে সুসংগঠিত একটি অপরাধ। এই অপরাধ একার পক্ষে করা সম্ভব নয়। অনেকেই যুক্ত এই অপরাধে। ধরুন ৪০০ কোটির দুর্নীতি। এই দুর্নীতির অঙ্কের টাকা গুনতেও যেমন অনেক লোক লাগে। ঠিক তেমনই সংগঠিত অপরাধ ঘটানো একা রঞ্জনের কম্য নয়। একটা ডট মাত্র রঞ্জন। রঞ্জন ভুলে যান, আজ থেকে আমি বলছি রঞ্জন আসলে চন্দন মণ্ডল। মাকড়সার জালে রঞ্জন একটা বিন্দু। মাকড়সার জালের এমন অনেক রঞ্জন তাদের খুঁজে বার করতে হবে।''
advertisement
নির্দিষ্টভাবে সিট-এর নেতৃত্ব কে দেবেন, কোন কোন অফিসার থাকবেন তা আদালত নির্দেশ জারি করে স্থির করে দেবে। নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দেবে সিট। যুগ্ম অধিকর্তা হেড হয়ে থাকলে সিটের, তিনি রিপোর্ট পেশের দিন আদালতে উপস্থিত থাকবেন।
নূন্যতম ১৫-২০ সদস্যের সিট গঠন দরকার। সিট সদস্যদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোথাও বদলি করা যাবেনা। উপেন বাবুর সিবিআই ক্লাসের বাধ্য ছাত্র তখন বর্তমান দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী সিবিআই অফিসারেরা।
advertisement
এরপর আরও বলে চলেন উপেন। 'সিবিআই-এর কোনও মাথা নেই এখানে কোনও নির্দিষ্ট ডিআইজি নেই। লোকবল কম। সিবিআই এই টিম দিয়ে কিং পিন কেন, একটা পিন'কেও হেফাজতে নিতে পারবে না সিবিআই আদালত নিযুক্ত সিবিআই এর সিট গড়ে দেওয়া হোক।
advertisement
''আদালতের নজরদারিতে হোক সিবিআই তদন্ত। তাহলে খোদ প্রধানমন্ত্রীও নাক গলাতে পারবেন না তদন্তে। সিবিআই কে আমার সমস্ত অভিজ্ঞতা উজাড় করে সাহায্য করতে চাই তদন্তে। ২৪ ঘন্টা, দিন রাত যখন চাইবে, আমায় সিবিআই তদন্তে সহযোগিতার জন্য পাবে।''
advertisement
উপেন বাবুর পরামর্শে থুড়ি ক্লাসে খুশি হয়েছেন খোদ বিচারপতিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, উপেনবাবুর তথ্য ও পরামর্শে আমি খুশি(Inspired)।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2022 7:06 PM IST