সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত সিবিআই কর্তা অভয় সিংয়ের বদলি
Last Updated:
সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত সিবিআই কর্তা অভয় সিং-এর বদলি
#কলকাতা: কলকাতা থেকে সরানো হল সিবিআই কর্তা অভয় সিংকে। সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ছিলেন অভয়। বর্তমানে তাঁকে বদলি করা হল পটনায় । জানা গিয়েছে, সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্তানা কলকাতা সফরে আসেন। এবং তাপরই তারপরই অভয় সিংয়ের বদলির অর্ডার বের হয়। সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন অভয় সিং।
অভয় সিংয়ের বদলি নিয়ে উঠছে নানান প্রশ্ন! আস্তানার অখুশির কারণেই কি এই বদলি? না রয়েছে অনয় কোনও কারণ? সিবিআই আধিকারিকদের অবশ্য দাবি, অভয় নিজেই কলকাতা ছাড়তে চেয়েছিলেন। তাঁর চোখের সমস্যা হচ্ছিল। এই সমস্যার কারণেই তাঁকে পটনায় বদলি করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2018 11:03 AM IST