Avijit Sarkar Murder Case: চার্জশিটে তৃণমূলের এক বিধায়ক, দুই কাউন্সিলরের নাম দিল সিবিআই! বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় বিরাট মোড়

Last Updated:

অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদহ আদালতে সাপ্লিমেন্টারি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

বিজেপি কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলর৷ প্রতীকী ছবি
বিজেপি কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলর৷ প্রতীকী ছবি
কলকাতা: ২০২১ সালে নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় একজন তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার দু জন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই৷ বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ছাড়াও দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে৷
অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদহ আদালতে সাপ্লিমেন্টারি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই চার্জশিটেই নাম রয়েছে তৃণমূল বিধায়ক এবং দুই তৃণমূল কাউন্সিলরের৷ এ ছাড়াও এলাকার একাধিক তৃণমূল কর্মীর নাম রয়েছে সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে৷ সবমিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে জমা চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷
এই নিয়ে দ্বিতীয়বার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই৷ আদালত এই চার্জশিট গ্রহণ করেছে বলেই সিবিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ সেক্ষেত্রে বিধায়ক পরেশ পাল সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হবে৷ যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ক পরেশ পাল বা দুই তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
advertisement
advertisement
২০২১ সালে বিধাসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই ২ মে খুন করা হয় নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে৷ এই ঘটনায় এলাকার তৃণমূল নেতা এবং কর্মীদের বিরুদ্ধেই খুনের অভিযোগে সরব হয় নিহত অভিজিতের পরিবার৷ বেলেঘাটার বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে৷ প্রথমে এই ঘটনার তদন্তের দায়িত্বে ছিল কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশের চার্জশিটে ১৫ জন অভিযুক্তের নাম করা হয়েছিল৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই৷
advertisement
তদন্তভার হাতে নিয়ে সিবিআই ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়৷ তাতে কলকাতা পুলিশের চার্জশিটে থাকা ১৫ জন সহ মোট ২০ জনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই৷ কয়েকদিন আগেই এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Avijit Sarkar Murder Case: চার্জশিটে তৃণমূলের এক বিধায়ক, দুই কাউন্সিলরের নাম দিল সিবিআই! বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় বিরাট মোড়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement