কোথায় মানিক ভট্টাচার্য? আরও কোমর বাঁধছে সিবিআই, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Last Updated:

Cbi: গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের এক সময়কার ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যকে সিবিআই নিজাম প্যালেসে দফতরে ডাকে।

কোথায় মানিক ভট্টাচার্য?
কোথায় মানিক ভট্টাচার্য?
#কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে আস্তে আস্তে বড় 'মাথা' গুলি ধরা পড়ছে। তদন্তে নেমে সিবিআই মনে করছে আর দু তিনটি বড় মাথা ধরা পড়লে মামলার চেহারাটা অনেক বদলে যাবে। নিয়োগ দুর্নীতির আরও এক মাথা মানিক ভট্টাচার্য এখনও অধরা রয়েছেন। সূত্রের খবর, তাকে যদি গ্রেফতার করা যায়, তাহলে তদন্তে অনেক সুবিধা হবে তদন্তকারীদের।
গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের এক সময়কার ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যকে সিবিআই নিজাম প্যালেসে দফতরে ডাকে। তাকে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদে তেমন কিছু তথ্য পায়নি সিবিআই। এমনকি পার্থ চট্টোপাধ্যায় ও সুকান্তকে সামনাসামনি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। তাতেও কোনও সন্তোষজনক ফল পায়নি সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলেই তিনি কিছু জানেন না, মনে পড়ছে না বলে প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। ওই ষড়যন্ত্রের সঙ্গে কোনভাবে যুক্ত নয় বলে তিনি জানিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন, ওই রকম ঘটনার কথা তার মনে নেই। সিবিআই-এর কাছে বেশ কিছু নথি রয়েছে। যেমন প্রসন্নর বাড়ি থেকে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকার ভিত্তিতে ভুয়ো নিয়োগ হয়েছিল। সেই কাগজ দেখালেও ধৃতেরা প্রত্যেকেই অস্বীকার করছে। এই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে একদিকে সই জাল করে, সরকারি প্রিন্ট ব্যবহার করে, নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সেই নিয়োগের মধ্যে রাজনৈতিক নেতাদের সুপারিশ ছিল। সে সমস্ত কিছু পার্থ চট্টোপাধ্যায় অস্বীকার করছে।
advertisement
অন্যদিকে, মানিক ভট্টাচার্য সিবিআই-এর কাছে ফেরার। তার দিকেও নজর রয়েছে সিবিআই-এর। সূত্রের খবর, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সেরকম কোনও তথ্য পাচ্ছে না গোয়েন্দারা। দুজনেই তদন্তকারীদের প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন।  অন্যদিকে সিবিআই-এর তদন্তে অসন্তুষ্ট আদালত। স্কুল সার্ভিসের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট তিনটি মামলা তদন্ত করছে সিবিআই। তিনটিতেই এখনও উল্লেখযোগ্য ভাবে তদন্তে কোনও গতি পায়নি। সিবিআই-এর মন্থর গতির তদন্ত নিয়েও সাধারণ মানুষ খুব ক্ষুব্ধ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোথায় মানিক ভট্টাচার্য? আরও কোমর বাঁধছে সিবিআই, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement