গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল, বিবৃতিতে জানিয়ে দিল সিবিআই

Last Updated:

বৃহস্পতিবার সকালেই বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে  হানা দেয় সিবিআই গোয়েন্দারা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে।  ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা

#কলকাতা: বৃহস্পতিবার সকালেই বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে  হানা দেয় সিবিআই গোয়েন্দারা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে।
১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে আটক হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর মণ্ডল। এদিন বিকেলে  সিবিআই-এর তরফে বিবৃতিতে জানানো হল, গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। মামলার নম্বর RC 0102020A0019, দায়ের হয়েছিল ২০২০ সালের ২১ সেপ্টেম্বর। মামলাটি দায়ের হয়েছিল কলকাতার দুর্নীতি দমন শাখায়।
advertisement
advertisement
বৃহস্পতিবারই বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতকে আদালতে তুলতে চায় সিবিআই।আসানসোল ইএসআই-এ থেকে অনুব্রত মণ্ডলকে শীতলপুর গেস্ট হাউজে নিয়ে যায় সিবিআই। সেখানেই হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। বৃহস্পতিবার সকালে বোলপুরে নিজের বাড়ি থেকে আটক করার পর অনুব্রতকে নিয়ে প্রথমে আসানসোল ইএসআই হাসপাতালে যায় সিবিআই। সেখানে থেকেই কেষ্টকে নিয়ে যাওয়া হয় ইসিএল-এর গেস্ট হাউজে।
advertisement
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলকে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইল সিবিআই। আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা।
গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে  বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে, অফিশিয়াল বিবৃতিতে জানিয়ে দিল সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কেষ্ট,  হয়তো খানিক আঁচ করতে পারছিলেন কী হতে চলেছে! ঘনিষ্ঠরা বলছেন, গতরাতে বোলপুরে নিজের ঘরে বসে কাঁদতেও দেখা যায় দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল, বিবৃতিতে জানিয়ে দিল সিবিআই
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement