রবিবার এসএসসি! অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ থাকলে কী রাখতে হবে? পরীক্ষার্থীরা জেনে নিন
- Published by:Rachana Majumder
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
একজন পরীক্ষার্থী পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয় পত্র, জরুরি নথিপত্র নীল বা কালো কালীর বল পেন বাদে শুধু জলের বোতল রাখতে পারবেন নিজের সঙ্গে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি।
কলকাতা: আগামী রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার ভুয়ো পরীক্ষার্থী রুখতে সতর্ক এসএসসি। যে সমস্ত পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ তাঁদের পরিচয় পত্র হিসাবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড।
ইতিমধ্যে পরীক্ষার্থীদের সচিত্র পরিচয় পত্র নিয়ে সতর্ক করেছে কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন বারবার বলা সত্ত্বেও বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডে ছবি ও সই সঠিক ভাবে আপলোড করেনি। যদিও প্রথমবার আপলোড না হলে, ফের তা আপলোডের ব্যবস্থা ছিল। তারপরেও যাদের ছবি বা সেই আপলোড হয়নি, তাদের পরীক্ষা কেন্দ্রে আধার কেন্দ্র ভোটার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। শুধু তাই নয় তার সচিত্র পরিচয় পত্র জেরক্স করে তার প্রতিলিপি সঙ্গে রাখতে রাখতে হবে পরীক্ষার্থীদের। যাতে ভুয়ো পরীক্ষার্থীর মুক্তি এই পদক্ষেপ বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর।
advertisement
পরীক্ষা শুরু রবিবার দুপুর ১২ থেকে। চলবে ১.৩০ পর্যন্ত। ১১.৪৫-এ গেট বন্ধ হয়ে যাবে পরীক্ষা হলের। যারা শারীরিক ভাবে সক্ষম এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ তারা দুপুর ২ পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। প্রায় ৬৪০ টি সেন্টারে রাজ্যজুড়ে পরীক্ষা নেওয়া হবে।
advertisement
একজন পরীক্ষার্থী পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয় পত্র, জরুরি নথিপত্র নীল বা কালো কালীর বল পেন বাদে শুধু জলের বোতল রাখতে পারবেন নিজের সঙ্গে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র গুলির প্রস্তুতি নিয়ে জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে করেছেন রাজ্যের মুখ্য সচিব। সোমবারই স্কুল সার্ভিস কমিশনের তরফে কার্যতা জানিয়ে দেওয়া হয়েছিল সবার সমস্যার সমাধান করে দেওয়া হবে। বিশেষত যাদের কার্ড নিয়ে সমস্যা হচ্ছে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। এদিন নির্দেশিকা দিয়ে তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হল স্কুল সার্ভিস কমিশনের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 9:08 PM IST