হোম /খবর /কলকাতা /
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিপিএম নেতা শতরূপের গাড়ি, অভিযোগ পুলিশে

Shatarup Ghosh: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিপিএম নেতা শতরূপের গাড়ি, অভিযোগ পুলিশে

শতরূপ ঘোষের ফাইল ছবি

শতরূপ ঘোষের ফাইল ছবি

Shatarup Ghosh: খবর মিলেছে, শুক্রবার রাত দশটা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি৷

  • Share this:

কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি৷ কলকাতার রাস্তার সামান্যের জন্য রক্ষা পেল শতরূপের গাড়ি৷ শুক্রবার রাত দশটা নাগাদ আলিপুর সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি৷ গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা৷

খবর মিলেছে, শুক্রবার রাত দশটা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি৷ সেই সময় যদিও গাড়িতে ছিলেন না শতরূপ৷ তাঁর স্ত্রী ও পরিবারের অন্য আর একজন সদস্যরা সেই গাড়িতে বাড়ির দিকে যাচ্ছিলেন৷ তখনই পিছন থেকে একটি গাড়ি টার্নিং পয়েন্টে ধাক্কা মারে শতরূপের গাড়িতে! গাড়ির সামনের অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভিতরের যাত্রীরা সুরক্ষিত।

আরও পড়ুন: পড়াশোনা করে চাকরি মিলবে কি না ঠিক নেই, পড়ুয়াদের চপ ভাজার 'শিক্ষা' প্রধান শিক্ষকের

শতরূপ ঘোষের অভিযোগ যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি IPS ওয়েলফেয়ার সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ধাক্কা মারার পর ওই গাড়ির চালক শতরূপের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপর আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতরূপ ঘোষ।

Published by:Uddalak B
First published:

Tags: Shatarup Ghosh