Northeast Frontier Railways: রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ৯ লক্ষ টাকারও বেশি মূল্যের গাঁজা উদ্ধার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Northeast Frontier Railways:২৭ ও ২৮ মার্চ, ২০২৪-এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে বিভিন্ন ট্রেন ও স্টেশনে আরপিএফ-এর দ্বারা নিয়মিত তল্লাশি অভিযানের সময় এই নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়
কলকাতা : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিজেদের জোনের মধ্যে অসামাজিক ব্যবসা ও কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানোর সময় প্রায় ৯.১৯ লক্ষ টাকা মূল্যের ৯১ কেজিরও বেশি ওজনের গাঁজা উদ্ধার করে। ২৭ ও ২৮ মার্চ, ২০২৪-এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে বিভিন্ন ট্রেন ও স্টেশনে আরপিএফ-এর দ্বারা নিয়মিত তল্লাশি অভিযানের সময় এই নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।
২৮ মার্চ, ২০২৪ তারিখে আগরতলার আরপিএফ ও জিআরপি লামডিঙের আইটি সেলের সঙ্গে যৌথভাবে আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালানোর সময় ২ জন ব্যক্তিকে আটক করে। আরপিএফ-এর যৌথ টিম ৩.৯০ লক্ষ টাকা (আনুমানিক) মূল্যের ৩৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে, যা চারটি ব্যাগে লুকানো ছিল। একই দিনে অন্য আরেকটি ঘটনায় রঙিয়ার আরপিএফ টিম ট্রেন নং. ১২৫২০ ডাউন (আগরতলা-লোকমান্য তিলক) এক্সপ্রেস থেকে ১.৫৫ লক্ষ (আনুমানিক) টাকা মূল্যের দাবিহীন ১৫.৫ কেজি গাঁজা উদ্ধার করে।
advertisement
পরবর্তী পদক্ষেপের জন্য পরে ধৃত ব্যক্তিদের উদ্ধার করা গাঁজা-সহ আগরতলা ও রঙিয়ার জিআরপি পোস্টের হাতে তুলে দেওয়া হয়।একইভাবে, ২৭ মার্চ, ২০২৪ তারিখে আগরতলা ও ধর্মনগর আরপিএফ যৌথভাবে তাদের সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চালানোর সময় প্রায় ৩৭.৪ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনা সম্পর্কে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে একজন ব্যক্তিকে আটক করা হয় তবে ধর্মননগর স্টেশন থেকে উদ্ধারকৃত সামগ্রী এখনও দাবিহীন অবস্থায় রয়েছে।
advertisement
advertisement
উদ্ধার করা নিষিদ্ধ সামগ্রীর মূল্য আনুমানিক ৩.৭৪ লক্ষ টাকারও বেশি। পরে উভয় স্টেশন থেকে উদ্ধার করা সামগ্রী এবং ধৃত ব্যক্তিকে আগরতলা ও ধর্মনগর জিআরপি পোস্টের হাতে তুলে দেওয়া হয়।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী রেলওয়ে চত্বরে অবৈধ মাদক ও সামগ্রীর ব্যবসা প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধেও অভিযান চালিয়ে আসছে।
advertisement
আরও পড়ুন : এ বছর শীতলাপুজো কবে, জানুন শুভ মুহূর্তের দিন ক্ষণ! সন্তানের মঙ্গলকামনায় এই রঙের ফুলের মালা নিবেদন করবেন দেবীকে
২৬ মার্চ, ২০২৪ তারিখে ডিমাপুর রেলওয়ে স্টেশনে ডিমাপুর আরপিএফ রেলওয়ে যাত্রীদের বেহুঁশ করার কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন ব্যক্তিকে আটক করে। আরপিএফ টিমটি সন্দেহজনক বিস্কুট -সহ বেহুঁশ করার মাদকের ২০টি প্যাকেট, নগদ টাকা, ঠান্ডা পানীয়ের বোতল এবং একটি ফোনের সাখে একজন ব্যক্তিকে আটক করে। পরে ধৃত ব্যক্তিকে ডিমাপুরের জিআরপির হাতে তুলে দেওয়া হয়। রেলওয়ে চত্বর ও ট্রেনের ভেতরে যে কোনও ধরনের অসামাজিক কার্যকলাপ ও ব্যবসা নির্মূল করে এগুলিকে নিরাপদ অঞ্চল করে তোলার পাশাপাশি রেলওয়ের সম্পত্তি এবং যাত্রী এলাকা সুরক্ষিত করে রাখার ক্ষেত্রে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) দায়বদ্ধতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 11:48 AM IST