#কলকাতা: এসএসকেএমে অচলাবস্থা জারি। আউটডোর বন্ধে আজও দুর্ভোগে রোগীরা। কেমো না পেয়ে ফিরলেন মুর্শিদাবাদের ক্যানসার আক্রান্ত রোগী। বুধবার থেকে এসএসকেএমে ভরতি জঙ্গিপুরের বাসিন্দা পীতম্বর সরকার। কিন্তু হাসপাতালে অচলাবস্থা থাকায় কেমো দেওয়া যায়নি। কেমো না নিয়েই আজ ফিরে গেলেন বাহান্ন বছরের প্রৌঢ়।
অন্যদিকে,অচলাবস্থা অব্যাহত এনআরএস হাসপাতালেও। চিকিৎসকদের নজিরবিহীন প্রতিবাদ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। বন্ধ আউটডোর তবে চালু হয়েছে জরুরি বিভাগ। বহিরাগত রুখতে গেটে কড়া নজরদারি জুনিয়র ডাক্তারদের। পরিচয়পত্র দেখেই তবে ভিতরে ঢোকায় ছাড় মিলছে।
সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের সংঘর্ষে রণক্ষেত্র এনআরএস। জখম জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। প্রতিবাদে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। স্তব্ধ সরকারি স্বাস্থ্য পরিষেবা। জট কাটাতে সক্রিয় ছিল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এসএসকেএমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন। তারপরই পড়েন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Doctor strike, Junior Doctor, NRS Medical College, SSKM