ক্যানসার আক্রান্তেরও চিকিৎসা হচ্ছে না, স্তব্ধ হাসপাতাল মুখ ফেরাচ্ছে

Last Updated:
#কলকাতা: শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যানসার। চিকি‍ৎসা ছাড়া বেঁচে থাকাই দায়। কিন্তু বিভিন্ন হাসপাতালে অচলাবস্থার জেরে নাকাল হচ্ছেন ক্যানসার রোগীও। চিকিৎসকদের কর্মবিরতিতে হয়রান অন্য মুমুর্ষু রোগীরাও।
ছ’মাস আগে মুখে ক্যানসার ধরা পড়ে পাইকপাড়ার বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। এক মাস আগে অস্ত্রোপচার হয়। এখন নিয়মিত ওষুধ আর চিকিৎসকের পরামর্শ। অস্ত্রোপচারের পর যা অত্যন্ত জরুরি। শনিবার এনআরএসের আউটডোরে দেখানোর ডেট ছিল। কিন্তু, ক্যানসার আক্রান্ত রোগীকেও ফিরিয়ে দিল হাসপাতাল।
শুধু ক্যানসার আক্রান্ত রোগীই নয়, অন্য জটিল রোগের চিকিৎসাও মিলছে না বিভিন্ন হাসপাতালে। পায়ে ঘা, ঠিকমত হাঁটতে পারেন না। দমদম থেকে এসএসকেএমে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সুভাষ বণিক। আউটডোর বন্ধ থাকায় িনরাশ হয়েই ফিরলেন।
advertisement
advertisement
শুধু আউটডোর নয়। অচলাবস্থার জেরে হাসপাতালে ভরতি থাকা রোগীরাও পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির বাসিন্দা জয়নাল সরদারের বয়স বাহাত্তর বছর। গল ব্লাডারে স্টোন নিয়ে কুড়ি দিন ধরে ভরতি ছিলেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচার হচ্ছে না। তাই বৃদ্ধকে বাড়ি নিয়ে গেলেন বাড়ির লোক। স্তব্ধ হাসপাতাল মুখ ফেরাচ্ছে বারবার। কয়েকদিনের কর্মবিরতিতে মুমূর্ষু রোগীদেরও প্রাণ ওষ্ঠাগত। সমাধান কোন পথে? উত্তর খুঁজছেন অসহায় রোগীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্যানসার আক্রান্তেরও চিকিৎসা হচ্ছে না, স্তব্ধ হাসপাতাল মুখ ফেরাচ্ছে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement