যাদবপুরের পর ছাত্র সংসদ নির্বাচনে NOTA চালু করার ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়েরও

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয় আগেই জানিয়েছিল যে এবার সেখানকার ছাত্র সংসদের নির্বাচনে ‘নোটা’-র ব্যবস্থা চালু করা হচ্ছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও ৷

#কলকাতা:  NOTA ভোট যখন থেকে দেশের নির্বাচন প্রক্রিয়ায় চালু হয়েছে, তবে থেকে এই নিয়ে 'None of the Above' ভোট নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে ৷ অর্থাৎ কোনও প্রার্থীকেই পছন্দ না হলে আপনি তাঁদের ভোট দিতে বাধ্য নন ৷ প্রার্থী পছন্দ না হলে ভোট দিন NOTA বোতাম টিপে ৷ লোকসভা-বিধানসভা ভোটে এই বিষয়টি আগে দেখা গেলেও দেশের সব জায়গাতেই যে কোনও নির্বাচনেই এখন নোটার ব্যবহার করতে চাইছে অধিকাংশ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় আগেই জানিয়েছিল যে এবার সেখানকার ছাত্র সংসদের নির্বাচনে ‘নোটা’-র ব্যবস্থা চালু করা হচ্ছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও ৷ ছাত্র নির্বাচনেও ‘অপছন্দ’ ভোটের ব্যবস্থা চালু করতে চলেছে তারা ৷
এখনও পর্যন্ত যা খবর ৷ তাতে আগামী ২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে হবে ছাত্র সংসদের নির্বাচন ৷  নির্বাচন নৈয়ে বৈঠকে বিদায়ী ছাত্র সংসদের প্রতিনিধি সেই বৈঠকে নোটা চালু করার কথা জানান ৷ এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনে নোটা চালু করার পক্ষেই মত প্রকাশ করে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটে গত কয়েক বছর প্রায় নিরঙ্কুশ ভাবে জয়ী হয়েছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। প্রত্যেক বিশ্ববিদ্যায়লয়েই কোনও না কোনও সংগঠনের আধিপত্য বেশি থাকে ৷ কিন্তু নোটা চালু হলে ছাত্র সংসদে কোনও বিশেষ সংগঠনের একাধিপত্যের বিরুদ্ধে অন্তত মতামত প্রকাশের সুযোগ পাওয়া যাবে ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরের পর ছাত্র সংসদ নির্বাচনে NOTA চালু করার ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়েরও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement