যাদবপুরের পর ছাত্র সংসদ নির্বাচনে NOTA চালু করার ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়েরও
Last Updated:
যাদবপুর বিশ্ববিদ্যালয় আগেই জানিয়েছিল যে এবার সেখানকার ছাত্র সংসদের নির্বাচনে ‘নোটা’-র ব্যবস্থা চালু করা হচ্ছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও ৷
#কলকাতা: NOTA ভোট যখন থেকে দেশের নির্বাচন প্রক্রিয়ায় চালু হয়েছে, তবে থেকে এই নিয়ে 'None of the Above' ভোট নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে ৷ অর্থাৎ কোনও প্রার্থীকেই পছন্দ না হলে আপনি তাঁদের ভোট দিতে বাধ্য নন ৷ প্রার্থী পছন্দ না হলে ভোট দিন NOTA বোতাম টিপে ৷ লোকসভা-বিধানসভা ভোটে এই বিষয়টি আগে দেখা গেলেও দেশের সব জায়গাতেই যে কোনও নির্বাচনেই এখন নোটার ব্যবহার করতে চাইছে অধিকাংশ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় আগেই জানিয়েছিল যে এবার সেখানকার ছাত্র সংসদের নির্বাচনে ‘নোটা’-র ব্যবস্থা চালু করা হচ্ছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও ৷ ছাত্র নির্বাচনেও ‘অপছন্দ’ ভোটের ব্যবস্থা চালু করতে চলেছে তারা ৷
এখনও পর্যন্ত যা খবর ৷ তাতে আগামী ২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে হবে ছাত্র সংসদের নির্বাচন ৷ নির্বাচন নৈয়ে বৈঠকে বিদায়ী ছাত্র সংসদের প্রতিনিধি সেই বৈঠকে নোটা চালু করার কথা জানান ৷ এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনে নোটা চালু করার পক্ষেই মত প্রকাশ করে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটে গত কয়েক বছর প্রায় নিরঙ্কুশ ভাবে জয়ী হয়েছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। প্রত্যেক বিশ্ববিদ্যায়লয়েই কোনও না কোনও সংগঠনের আধিপত্য বেশি থাকে ৷ কিন্তু নোটা চালু হলে ছাত্র সংসদে কোনও বিশেষ সংগঠনের একাধিপত্যের বিরুদ্ধে অন্তত মতামত প্রকাশের সুযোগ পাওয়া যাবে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2016 12:45 PM IST