Calcutta Medical College and Hospital: গলব্লাডারে জমে প্রায় ১৪০০ স্টোন! সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন রোগী 

Last Updated:

Calcutta Medical College and Hospital: অসম্ভবকে সম্ভব করে দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা

অসম্ভবকে সম্ভব করে দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা
অসম্ভবকে সম্ভব করে দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা
কলকাতা : ফের নজির গড়ল কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সরকারি এই হাসপাতালে করা হল জটিল অস্ত্রোপচার। ৬৫ বছরের বৃদ্ধর গলব্লাডার থেকে বার করা হল ১৩৬৪ টি পাথর। এছাড়াও ওই ব্যক্তির শরীরে ছিল একাধিক রোগ। এই সব সমস্যা থাকা সত্ত্বেও অসম্ভবকে সম্ভব করে দেখালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।
পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বছর ৬৫ অশোক গুছাইত। বেশ কিছু দিন যাবত তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। নিকটবর্তী বেশ কিছু চিকিৎসকের পরামর্শ নিয়েও সমস্যার সমাধান হয়নি। অবশেষে তিনি আসেন কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে।  কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে আসার পর প্রথমে তিনি ওপিডি বিভাগে দেখান। সেখানেই চিকিৎসকদের পরামর্শের তাঁর আলট্রাসোনোগ্রাফি করা হয়।
advertisement
সেই রিপোর্টে দেখা যায় তাঁর গলব্লাডারে রয়েছে একাধিক স্টোন। যা দেখে রীতিমতো অবাক চিকিৎসকরা। তাই দেরি না করে শুরু হয় অস্ত্রোপচারের প্রস্তুতি। ৮ সেপ্টেম্বর অশোকবাবুর অস্ত্রোপচার হয়।  প্রায় ৪৫ মিনিট ধরে অস্ত্রোপচার করেন সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শিবজ্যোতি ঘোষ। অস্ত্রোপচারের পর তাঁর শরীর থেকে বার হয় প্রায় ১৩৬৪ টি স্টোন। চিকিৎসক বলেন, “এত পরিমাণে স্টোন শরীরে হয়েছিল। তবে এনার ক্ষেত্রে অস্ত্রোপচারটা একটু জটিল ছিল। কারণ ওনার কিডনি, সুগার এবং প্রেশার তিনটেরই চিকিৎসা চলছিল। এমনকি যে কোনও সময়ে ওই স্টোন  পিত্তথলি থেকে পিত্তনালিতে ঢুকে যেত। তখন বিপদ আরও বাড়ত।”
advertisement
advertisement
বর্তমানে সম্পূর্ণ সুস্থ ওই বৃদ্ধ। শুক্রবার ল্যাপরোস্কোপি অস্ত্রোপচারের পর সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। চিকিৎসক শিবজ্যোতি ঘোষ ছাড়াও তাঁর দলে ছিলেন প্রসেনজিৎ মুখোপাধ্যায়,  সুমন সাহা,  সিদ্ধার্থ ভট্টাচার্য-সহ একাধিক ডাক্তার। কিন্তু এতগুলো স্টোন কেন? সেই বিষয়ে চিকিৎসকদের মত, গলব্লাডারের একটা স্টোন যে কারণে হয় ঠিক ওই কারণেই একাধিক স্টোন হতে পারে। কিছু কিছু মানুষের শারীরিক কারণের উপর ভিত্তি করেই স্টোনের সংখ্যা বাড়ে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta Medical College and Hospital: গলব্লাডারে জমে প্রায় ১৪০০ স্টোন! সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন রোগী 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement